মুম্বই : সেলেব্রিটিদের পিছন পিছন ঘোরাই তাঁদের কাজ । সেলেব্রিটিদের প্রতি মুহূর্তের ঝলক ক্যামেরাবন্দী করেই সংসার চলে তাঁদের । কথা হচ্ছে পাপারাৎজ়িদের নিয়ে । লকডাউনের ফলে তাঁদের জীবন আজ সংকটময় । পাশে দাঁড়ালেন একতা কাপুর ।
একাধিক পাপারাৎজ়ি নিজেদের সোশাল মিডিয়ায় এই খবর পোস্ট করেছেন । তাঁরা প্রত্যেকেই ধন্যবাদ জানিয়েছেন একতাকে । পাপারাৎজ়িরা যেহেতু ফিল্ম অ্যাসোসিয়েশনের মধ্য পড়ছেন না বা তাঁদের কোনও ট্রেড ইউনিয়ন নেই, তাই তাঁদের কথা আলাদা করে কেউ ভাবছেন না । একতার মতো কিছু মানুষ এগিয়ে এসেছেন তাঁদের সাহায্য করতে ।