কলকাতা : 1965 সালে আজকের দিনে দিল্লিতে জন্ম হয় শাহরুখ খানের । এবার 55 বছরে পা দিয়েছেন তিনি । জন্মস্থান দিল্লি হলেও কাজের সূত্রে অবশ্য মুম্বইতে থাকতে হয় তাঁকে । তবে দিল্লি ও মুম্বই ছাড়া কলকাতার সঙ্গে একটা আত্মিকযোগ রয়েছে তাঁর । আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না এটা কখনও হয় ! আজ সকালে টুইট করে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ।
তিনি লেখেন, "শাহরুখকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । আমার চার্মিং ব্রাদার তোমার সুস্থতা কামনা করি, জীবনে সফল হও । তোমার ভবিষ্যতের সব উদ্যোগে তুমি বিজয়ী হও ।"
কলকাতার সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন শাহরুখ । আর হবে নাই বা কেন, কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি । পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার । এছাড়া বিভিন্ন অসময়ে কলকাতার পাশেও দাঁড়াতেও দেখা গিয়েছে তাঁকে । একাধিকবার অনুদান দিয়েও কলকাতাবাসীর পাশে দাঁড়িয়েছেন তিনি ।
যেমন মহারাষ্ট্রের পাশাপাশি কোরোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলেও অনুদান দিয়েছিলেন শাহরুখ । অনুদান ছাড়াও PPE কিট দিয়েও সাহায্য করতে দেখা গিয়েছিল তাঁকে । আর এভাবেই ধীরে ধীরে কলকাতাবাসীর মনে জায়গা করে নিয়েছেন । কলকাতাবাসীও অবশ্য নিরাশ করেনি তাঁকে । দেশের আর কোনও রাজ্যের বক্স অফিসে তাঁর ছবি ততটা সাফল্য না পেলেও, কলকাতার বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছে তাঁর বেশিরভাগ ছবি ।