পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হেমার ঝাড়ু দেওয়া দেখে অভিনেত্রীকে অপমান ধর্মেন্দ্রর? - হেমা মালিনী ঝাড়ুদার

সম্প্রতি সংসদের সামনে রাস্তায় ঝাড়ু দিয়েছেন হেমা মালিনী। প্রোমোট করেছেন স্বচ্ছ ভারত অভিযানকে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সোশাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়েছে। ভিডিয়োটি দেখে ধর্মেন্দ্ররও হেমাকে "আনাড়ি" ছাড়া অন্য কিছু মনে হয়নি।

হেমা মালিনী

By

Published : Jul 15, 2019, 8:17 PM IST

মুম্বই : হেমা মালিনীর ঝাড়ু রাস্তাটা ছুঁতে অবধি পারেনি, পরিষ্কার করা তো অনেক দূরের কথা। আর তাই খুবই সমালোচিত হয়েছে হেমার এই আচরণ। সমালোচকদের তালিকায় রয়েছেন ধর্মেন্দ্রও। এক সোশাল মিডিয়া ব্যবহারকারীর প্রশ্নে ধর্মেন্দ্র পরিষ্কার জানান যে, "আমারও ওঁকে দেখে আনাড়ি মনে হয়েছে।"

ধর্মেন্দ্রকে প্রশ্ন করা হয়, "স্যার ম্যাডাম কি জীবনে কোনওদিন ঝাড়ু ধরেছে?" সেই প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র বলেন, "হ্যাঁ, সিনেমায় ধরেছে। আমারও ওঁকে দেখে আনাড়ি মনে হয়েছে।"

এরপর ধর্মেন্দ্র প্রসঙ্গ বদলে বলেন, "আমি কিন্তু ছোটোবেলায় মায়ের কাজে সাহায্য করতাম। আমি ঝাড়ু দিতে ওস্তাদ ছিলাম। পরিষ্কার-পরিচ্ছন্নতা আমার ভালো লাগে।"

সংসদের বাইরে স্বচ্ছতার এই অভিযান করে হেমা অবশ্য নিজে বেশ খুশি। ANI কে অভিনেত্রী বলেন যে, "আমি পরের সপ্তাহে মথুরা যাব আর সেখানেও এই অভিযান সম্পন্ন করব।"

ABOUT THE AUTHOR

...view details