মুম্বই : হেমা মালিনীর ঝাড়ু রাস্তাটা ছুঁতে অবধি পারেনি, পরিষ্কার করা তো অনেক দূরের কথা। আর তাই খুবই সমালোচিত হয়েছে হেমার এই আচরণ। সমালোচকদের তালিকায় রয়েছেন ধর্মেন্দ্রও। এক সোশাল মিডিয়া ব্যবহারকারীর প্রশ্নে ধর্মেন্দ্র পরিষ্কার জানান যে, "আমারও ওঁকে দেখে আনাড়ি মনে হয়েছে।"
ধর্মেন্দ্রকে প্রশ্ন করা হয়, "স্যার ম্যাডাম কি জীবনে কোনওদিন ঝাড়ু ধরেছে?" সেই প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র বলেন, "হ্যাঁ, সিনেমায় ধরেছে। আমারও ওঁকে দেখে আনাড়ি মনে হয়েছে।"