মুম্বই : লকডাউনের মধ্যে নিজের ফার্মহাউজ়ে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র । সেখান থেকেই সম্প্রতি একটি ভিডিয়ো বার্তা দেন তিনি । দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি খুবই চিন্তিত । আর সেই কথাই ভিডিয়োতে প্রকাশ করেন । পাশাপাশি দেশবাসীকে নিরাপদে থাকতেও অনুরোধ করেন তিনি ।
পরনে ঘিয়ে রঙা প্যান্ট আর কালো ফুল স্লিভ টি শার্ট । তার সঙ্গে মাথায় কালো টুপি । ফার্মহাউজ়ের ছাদে একটি চেয়ারের উপর বসে রয়েছেন ধর্মেন্দ্র । হালকা রোদ এসে পড়ছে তাঁর গায়ে । ভিডিয়োতে এভাবেই দেখা গেল বর্ষীয়ান এই অভিনেতাকে ।
দেশে লকডাউন জাড়ির আগেই ফার্মহাউজ়ে চলে গিয়েছেন তিনি । এখন আপাতত সেখানেই কোয়ারেন্টাইনের রয়েছেন । কোরোনা ভাইরাস কীভাবে বিশ্বের সবাইকে সমস্যায় ফেলেছে তা ভিডিয়োতে উল্লেখ করেন তিনি । পাশাপাশি তিনি বলেন, "রোজই খবর শুনি । খুবই খারাপ লাগে । প্রার্থনা করি যে এই রোগ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক । আপনারাও নিজেদের খেয়াল রাখুন । সরকারের তরফে যে সব জিনিস মেনে চলার কথা বলা হচ্ছে সেগুলি মেনে চলুন । খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে । সবাই খুশিতে থাকুন ।"