পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Cannes : রেড কার্পেটে দীপিকা-প্রিয়াঙ্কা, শাড়িতে কঙ্গনা - bollywood

শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। আর সেই ফেস্টিভালের লুক সামনে আনলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, কঙ্গনা রানাওয়াট, প্রিয়াঙ্কা চোপড়া ও হিনা খান।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

By

Published : May 17, 2019, 8:45 AM IST

কান : চলতি বছর কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে ভারতীয় হিসেবে প্রথম হাঁটলেন হিনা খান। এরপর একে একে রেড কার্পেট মাতাতে দেখা গেল দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়াকেও। কঙ্গনা রানাওয়াতও নিজের লুক সামনে এনেছেন।

প্রত্যেক বছরের মতোই বলিউড থেকে কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হাঁটার আমন্ত্রণ পেয়েছেন দীপিকা পাডুকোন, সোনাম কাপুর, কঙ্গনা রানাওয়াত, ঐশ্বরিয়া রাই বচ্চন। এই তালিকায় এবার নতুব সংযোজন প্রিয়াঙ্কা চোপড়া ও হিনা খান।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

হিনা খুব শিগগিরিই বলিউডে ডেবিউ করবেন। তার আগে কান ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ পাওয়া তাঁর কাছে বড় সাফল্য বলে মনে করছেন বিভিন্ন মহল।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

কানের প্রথম দিন দীপিকাকে দেখা যায় সাদা-কালো গাউনে। অন্য়দিকে প্রিয়াঙ্কাকে দেখা যায় কালো গাউনে। তবে রেড কার্পেটের জন্য কঙ্গনা বেছে নিয়েছেন অন্য় এক ফিউশন। শাড়ির সঙ্গে অফ সোল্ডার ব্লাউজ়েই সেজে উঠেছেন তিনি।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

কানের রেড কার্পেটে হাঁটা বাকি ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনাম কাপুরের। তাঁদের কান লুক দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

ABOUT THE AUTHOR

...view details