মুম্বই : দীপিকা পাড়ুকোনের হাসি নিয়ে নতুন করে কিছু বলার নেই । তাঁর হাসি বিখ্যাত বলা চলে । সে মুচকি হাসি হোক কিম্বা তাঁর প্রাণখোলা হাসি । দীপিকার এই হাসিই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে ।
এথেন্সের আন্তর্জাতিক এয়ারপোর্টে 'অথেন্টিক স্মাইল'-এর প্রদর্শনীতে জায়গা করে নিতে চলেছে দীপিকা পাড়ুকোনের আবক্ষ মূর্তি । তাঁর হাসি যে অথেন্টিক বা খাঁটি সেটা সবার জানা । এই প্রদর্শনী আবার একবার প্রমাণ করল সত্যিটা ।