পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সূর্যোদয়ের আলোয় প্রাতঃরাশ সারলেন দীপিকা-সিদ্ধান্ত - দীপিকা পাড়ুকোনের খবর

শুটিংয়ের ফাঁকে বেশ ভালো সময় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদীরা । এত সুন্দর সব লোকেশনে শুটিং হচ্ছে, উপভোগ না করে পারা যায় ? আরব সাগরের বুকে প্রাতঃরাশ সারলেন দু'জনে । সঙ্গে পরিচালক শকুন বতরা ।

Siddhant Chaturbedi with deepika padukone
Siddhant Chaturbedi with deepika padukone

By

Published : Dec 10, 2020, 10:07 AM IST

মুম্বই : আরব সাগরের বুকে সূর্যোদয়কে সঙ্গে করে প্রাতঃরাশ সারলেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী । শুনেই রোম্যান্টিক মনে হচ্ছে তাই না ? হ্যাঁ, এমনই কিছু রোম্যান্টিক শট শেয়ার করলেন সিদ্ধান্ত ।

শুটিংয়ের আগে এভাবেই একসঙ্গে প্রাতঃরাশ সারলেন অভিনেতা-অভিনেত্রী । সঙ্গে ছিলেন পরিচালক শকুন বতরাও । তিনজন হেসে খেলে একটা দারুণ মিল উপভোগ করলেন ।

আর সূর্যোদয়ের আলোয় যেন আরও সুন্দর হয়ে উঠল তাঁদের এই প্রাতঃরাশ । দেখে নিন ভিডিয়ো...

সিদ্ধান্তের শেয়ার করা ভিডিয়ো..

'রাম লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত', 'ছপাক'-এর মতো সিরিয়াস ছবি করার পর দীপিকা চেয়েছিলেন একটু হালকা সাবজেক্টে ছবি করতে । সেই সুযোগ এনে দিলেন শকুন । তবে এখনও ছবির নাম ঠিক হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details