মুম্বই : আরব সাগরের বুকে সূর্যোদয়কে সঙ্গে করে প্রাতঃরাশ সারলেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী । শুনেই রোম্যান্টিক মনে হচ্ছে তাই না ? হ্যাঁ, এমনই কিছু রোম্যান্টিক শট শেয়ার করলেন সিদ্ধান্ত ।
শুটিংয়ের আগে এভাবেই একসঙ্গে প্রাতঃরাশ সারলেন অভিনেতা-অভিনেত্রী । সঙ্গে ছিলেন পরিচালক শকুন বতরাও । তিনজন হেসে খেলে একটা দারুণ মিল উপভোগ করলেন ।