পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দীপিকা-সারা-শ্রদ্ধা-রকুলকে সমন NCB-র - deepika summoned in drugs probe

দীপিকার পাশাপাশি সমন পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, সিমোন খাম্বাটা, রকুল প্রীত সিং ও সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে ।

asdf
asd

By

Published : Sep 23, 2020, 6:32 PM IST

Updated : Sep 23, 2020, 7:02 PM IST

মুম্বই : মাদক যোগে এবার দীপিকা পাড়ুকোনকে তলব করল নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। সমন পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিং, সিমোন খাম্বাটা ও সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে ।

দীপিকাকে 25 সেপ্টেম্বর এবং শ্রদ্ধা ও সারাকে 26 সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে NCB । এর আগেও শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা ।

সুশান্তের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে NCB । তারপরই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে তারা । মাদক যোগের অভিযোগে 4 সেপ্টেম্বর রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয় । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এর মধ্যে NCB-র জালে ধরা পড়ে একাধিক মাদক পাচারকারীও । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়াকে ।

এদিকে সুশান্ত মামলায় নাম জড়িয়েছে মুম্বইয়ের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি KWAN-এর । এই এজেন্সির এক কর্মী করিশ্মা প্রকাশ । তিনি দীপিকার ম্যানেজার হিসেবে কাজ করেন । তাঁর সঙ্গে দীপিকার একটি হোয়াটস্যাপ চ্যাট সম্প্রতি সামনে আসে । যেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁদের ।

এরপরই গতকাল জিজ্ঞাসাবাদের জন্য করিশ্মা ও KWAN এজেন্সির CEO ধ্রুব চিটগোপেকারকে তলব করে NCB । প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ধ্রুবকে । তবে শরীর ভালো না থাকায় গতকাল হাজিরা দিতে পারেননি করিশ্মা । চলতি সপ্তাহের শেষের দিকেই তাঁকে ফের তলব করতে পারেন তদন্তকারীরা ।

দীপিকার পাশাপাশি মাদক তদন্তে সারা ও শ্রদ্ধার নামও উঠে এসেছে । সূত্রের খবর, সুশান্তের লোনাভালার ফার্ম হাউজ়ে তাঁদের আসা যাওয়া ছিল বলে দাবি করেছেন সেখানকার ম্যানেজার । এরই মাঝে আজ আবার দীপিকার বিরুদ্ধে বিহারে FIR দায়ের করা হয়েছে ।

Last Updated : Sep 23, 2020, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details