মুম্বই : মাদক যোগে এবার দীপিকা পাড়ুকোনকে তলব করল নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। সমন পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিং, সিমোন খাম্বাটা ও সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে ।
দীপিকাকে 25 সেপ্টেম্বর এবং শ্রদ্ধা ও সারাকে 26 সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে NCB । এর আগেও শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা ।
সুশান্তের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে NCB । তারপরই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে তারা । মাদক যোগের অভিযোগে 4 সেপ্টেম্বর রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয় । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এর মধ্যে NCB-র জালে ধরা পড়ে একাধিক মাদক পাচারকারীও । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়াকে ।