মুম্বই : কোরোনা আতঙ্কের জেরে আপাতত বন্ধ বলিউড থেকে হলিউডের সব ছবির শুটিং । এমনকী, বেশ কিছু রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হলও । যার জেরে পিছিয়ে গিয়েছে একাধিক ছবি মুক্তির তারিখ । সবথেকে বড় বিষয় হল জিম ও পার্লারেও যেতে পারছেন না তারকারা । কার্যত ঘরের মধ্যেই দিন কাটাচ্ছেন তাঁরা । ব্যতিক্রম নন শ্রদ্ধা কাপুরও ।
শুটিং, ছবির প্রচার, জিম ও পার্লার সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এখন খুবই খারাপ অবস্থা তারকাদের । এই পরিস্থিতির মধ্যে কোথাও ঘুরতেও যেতে পারছেন তাঁরা । তাই ঘরের মধ্যেই যতটা সম্ভব ওয়ার্কআউট করছেন । কেউ কেউ আবার ত্বকের পরিচর্যা সেরে নিচ্ছেন বাড়িতেই । যদিও ঘরে বসে একটু অন্যরকম সময় কাটাচ্ছেন শ্রদ্ধা । কখনও গল্পের বই পড়ে । আবার কখনও ঘরের খাবার খেয়েই কেটে যাচ্ছে তাঁর সময় । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী ।