পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মান বাঁচাতেই কি নতুন গান ? - বরুণ ধাওয়ানের খবর

মুক্তি পেল 'কুলি নম্বর ওয়ান' ছবির নতুন গান 'তেরে সিভা' । অ্যাশ কিং ও রেনেসা দাসের গাওয়া এই রোম্যান্টিক গান বরুণ ধাওয়ান ও সারা আলি খানের প্রেমের চিত্রনাট্য রচনা করেছে ।

varun dhawan in coolie number one
varun dhawan in coolie number one

By

Published : Dec 29, 2020, 5:54 PM IST

মুম্বই : ক্রিসমাসে মুক্তি পেয়েছে 'কুলি নম্বর ওয়ান' । ডেভিড ধাওয়ান পরিচালিত এই আদ্যোপান্ত কমেডি ছবিতে একটুও মজা খুঁজে পাননি কেউ । বিরক্তিতে নষ্ট হয়েছে দু'ঘণ্টা সময় । এই অবস্থায় কি ছবির মান বাঁচাতে নতুন গান মুক্তি পেল ?

.

রশমি বিরাগের লেখায় সুর দিয়েছেন তনিশক বাগচি । রোম্যান্টিক গান 'তেরে সিভা'-তে গলা মিলিয়েছেন অ্যাশ কিং ও রেনেসা দাস । মূলত বরুণ আর সারার প্রেমকেই ফুটিয়ে তোলা হয়েছে এই গানে ।

দারুণ সব লোকেশন, উপযুক্ত পোশাকে ঝকঝকে 'তেরে সিভা' । দেখে নিন..

IMDb রেটিংয়ে এই বছরের সবচেয়ে কম নম্বরপ্রাপ্ত ছবি 'কুলি নম্বর ওয়ান' । সমালোচকরা তো বটেই, দর্শকরাও নেগেটিভ রিভিউতে ভরিয়ে দিয়েছেন এই ছবিকে । যদিও বড়দিনে OTT প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি লোক দেখেছে ছবিটি । তবুও মানগত দিক থেকে তলানিতে 'কুলি নম্বর ওয়ান'-এর পারফর্মেন্স ।

তাই কি 'তেরে সিভা'-র মুক্তি ? প্রশ্ন তুলছেন অনেকেই ।

ABOUT THE AUTHOR

...view details