মুম্বই : ক্রিসমাসে মুক্তি পেয়েছে 'কুলি নম্বর ওয়ান' । ডেভিড ধাওয়ান পরিচালিত এই আদ্যোপান্ত কমেডি ছবিতে একটুও মজা খুঁজে পাননি কেউ । বিরক্তিতে নষ্ট হয়েছে দু'ঘণ্টা সময় । এই অবস্থায় কি ছবির মান বাঁচাতে নতুন গান মুক্তি পেল ?
রশমি বিরাগের লেখায় সুর দিয়েছেন তনিশক বাগচি । রোম্যান্টিক গান 'তেরে সিভা'-তে গলা মিলিয়েছেন অ্যাশ কিং ও রেনেসা দাস । মূলত বরুণ আর সারার প্রেমকেই ফুটিয়ে তোলা হয়েছে এই গানে ।