পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

একই ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করবেন আমির - bollywood

গতমাসে 'দঙ্গল' অভিনেতা আমির খান সেতুপতির সঙ্গে দেখা করতে 'সঙ্গ তামিজ়ান'-র সেটে গিয়েছিলেন । তখন থেকেই সকলের মনে হয়েছিল, এবার তবে দু'জনে একসঙ্গে কাজ করতে চলেছেন । মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের মাঝে খবরটি নিশ্চিত করেন বিজয় নিজে ।

আমির

By

Published : Aug 12, 2019, 11:30 AM IST

মুম্বই : সাউথের স্টার বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে তৈরি বলিউড অভিনেতা আমির খান । মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের মাঝে খবরটি নিশ্চিত করেন বিজয় নিজে ।

বিজয় বলেন, "আমাদের কথাবার্তা চলছে । খুব শিগগিরিই বিস্তারিতভাবে ঘোষণা করা হবে ।"

গতমাসে 'দঙ্গল' অভিনেতা আমির খান সেতুপতির সঙ্গে দেখা করতে 'সঙ্গ তামিজ়ান'-র সেটে গিয়েছিলেন । তখন থেকেই সকলের মনে হয়েছিল, এবার তবে দু'জনে একসঙ্গে কাজ করতে চলেছেন ।

41 বছর বয়সি বিজয় জানান, তিনি বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের খুব বড় ভক্ত । তিনি বলেন, "অমিতাভ বচ্চন আমার পছন্দের অভিনেতা । আমি তাঁর পিঙ্ক সহ অনেকগুলো ছবি দেখেছি । মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে শাহরুখের সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দের ছিল ।"

মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে সেতুপতি তাঁর তামিল ছবি 'সুপার ডেলুক্স'-র জন্য সেরা অভিনতার পুরস্কার পেয়েছেন । ছবিটির পরিচালনা করেছেন তাইগর্জন কুমারারাজা ।

ABOUT THE AUTHOR

...view details