পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের কেস হাতে নেওয়ার জন্য প্রস্তুত CBI : অফিশিয়াল - সুশান্ত সিং রাজপুত মামলা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে CBI-এর হস্তক্ষেপের দাবি জানাচ্ছিলেন দেশবাসী । শুধু তাঁর অনুরাগীরা নয়, একাধিক সেলেব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্বও এই দাবি জানিয়ে এসেছেন এতদিন ধরে । অবশেষে ইচ্ছেপূরণ । সুশান্তের কেস হাতে নেওয়ার জন্য একেবারে প্রস্তু CBI, জানালেন এক অফিশিয়াল ।

Sushant singh rajput CBI
Sushant singh rajput CBI

By

Published : Aug 6, 2020, 7:58 AM IST

নিউ দিল্লি : ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংস (DoPT)-এর তরফ থেকে 5 অগাস্ট সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা CBI-কে একটি নির্দেশ পাঠানো হয় । সুশান্তের কেসটা টেক ওভার করার নির্দেশ দেওয়া হয় CBI-কে । শোনা যাচ্ছে যে, কেস হাতে নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছে এই কেন্দ্রীয় সংস্থা ।

বিহার পুলিশের অধীনে করা FIR-কে নাকি পুনরায় রেজিস্টার করবে CBI । আত্মহত্যা, অপরাধের ষড়যন্ত্র, প্রতারণা সহ আরও বেশ কয়েকটি ধারার অধীনে ফের একবার FIR দায়ের করবে তারা ।

ইতিমধ্যেই এই কেস সংক্রান্ত 56 জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ । প্রয়োজনে তাদের ফের জিজ্ঞাসাবাদ করতে পারে CBI । এই 56 জনের মধ্যে রয়েছেন আদিত্য চোপড়া, সঞ্জয়লীলা বনসালী, রাজীব মসান্দ, মহেশ ভাটের মতো তাবড় বলিউড ব্যক্তিত্বরা । রয়েছেন সুশান্তের পরিবার, বন্ধুবান্ধব ও গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ।

.

গতকাল অর্থাৎ 5 অগাস্ট সরকারী আইনজীবী তুষার মেহতা জানান যে, সুশান্ত মামলায় CBI তদন্তের যে আবেদন জানিয়েছিল বিহার পুলিশ, কেন্দ্র তা গ্রহণ করেছে । কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টকে এই বিষয়ে সম্মতি জানানো হয়েছে, জানিয়েছিলেন মেহতা ।

আর তারপরই উঠে পড়ে লেগেছে CBI । সোশাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যাবে যা, কেসের এই নতুন মোড় নিয়ে বেশ আশাবাদী নেটিজেনরা ।

ABOUT THE AUTHOR

...view details