পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের - fraud case

অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় একটি জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। সোনাক্ষী সিনহার সঙ্গে আরও চারজনের নামও উল্লেখ করা হয়েছে। প্রায় ৩২ লাখ টাকার জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে সোনাক্ষীর বিরুদ্ধে।

sonakshi sinha

By

Published : Feb 24, 2019, 8:08 PM IST

জানা গেছে, সোনাক্ষীর সঙ্গে মালবিকা পাঞ্জাবি, ধুমিল ঠক্কর, এডগার সাকারিয়া ও অভিষেক সিনহাও এই জালিয়াতির সঙ্গে যুক্ত। সূত্রের খবর, একটি অনুষ্ঠানের জন্য সোনাক্ষীর অ্য়াকাউন্টে ৩২ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু, অভিনেত্রী এই অনুষ্ঠানে উপস্থিত হননি।

এই প্রসঙ্গে ওই অনুষ্ঠানের এক সংগঠক বলেন, "আমি সোনাক্ষীকে পারফরম করার জন্য একাধিকবার বলেছিলাম। এমনকী, এটাও বলেছিলাম যে যদি উনি না আসেন তবে, আমি বড় ক্ষতির সম্মুখীন হব। তারপরেও উনি পারফরম করতে রাজি হননি। পরে, আমাকে ফোন করে অনুষ্ঠানের সময় পরিবর্তন করতে বলা হয়। কিন্তু, সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় আমার পক্ষে তা করা সম্ভব হয়নি।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details