বেগুসরাই (বিহার) : দিল্লির হিংসা নিয়ে মন্তব্য করায় বিহার আদালতে মামলা দায়ের করা হল জাভেদ আখতারের বিরুদ্ধে । কিছুদিন আগে দিল্লির হিংসা নিয়ে মন্তব্য করেছিলেন তিনি । শুধুমাত্র AAP কাউন্সিলর তাহিল হুসেনের বিরুদ্ধেই কেন FIR দায়ের করা হল সেই প্রশ্ন তুলেছিলেন তিনি । তার জন্য এবার জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী অমিত কুমার ।
গত মাসে CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্ব দিল্লির বেশ কিছু এলাকা । তার জেরে মৃত্যু হয় 42 জনের । জখম শতাধিক । এই সংঘর্ষের নিন্দা করে 27 ফেব্রুয়ারি একটি টুইট করেন জাভেদ আখতার । লেখেন, "অনেক মানুষ মারা গিয়েছেন, অনেকে জখম, কত বাড়ি জ্বলেছে, কত দোকানে লুট চালানো হয়েছে, কত মানুষ সব কিছু হারিয়ে ফেলেথেন... কিন্তু পুলিশ শুধু একজনের বাড়িই সিল করেছে । আর সেই গৃহকর্তার খোঁজ চালাচ্ছে । ঘটনাচক্রে ওঁর নাম তাহির । দিল্লি পুলিশের এমন দক্ষতাকে সাধুবাদ জানাতে হয় ।"