পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গণেশ চতুর্থীতে ভক্তদের পরিবেশ বান্ধব হওয়ার আহ্বান বি-টাউনের - Bollywood

গণেশ চতুর্থীতে ভক্তদের পরিবেশ বান্ধব হওয়ার আহ্বান জানালেন বলিউডের তারকারা । সঙ্গে প্লাস্টিকের ব্যবহার নিয়ে সতর্ক করলেন তাঁরা ।

গণেশ চতুর্থী

By

Published : Sep 2, 2019, 8:02 PM IST

মুম্বই : প্রতি বছরের মতো এবারও গণেশ চতুর্থীতে ভক্তদের পরিবেশ বান্ধব হওয়ার আহ্বান জানালেন বলিউডের তারকারা । সঙ্গে প্লাস্টিকের ব্যবহার নিয়ে সতর্ক করলেন তাঁরা ।

অভিনেতা বিবেক ওবেরয় টুইট করেন, "এটি আমার বছরের পছন্দের সময় ! গণপতি বাপ্পাকে বাড়ি নিয়ে আসা ! বাপ্পা যেন তাঁর আশীর্বাদ আমাদের প্রত্যেককে দেন । আপনাদের সকলকে শুভ ও পরিবেশ বান্ধব গণেশ চতুর্থীর শুভেচ্ছা । আমাদের পরিবেশকে রক্ষা করতে আমরা আমাদের কর্তব্য করি । সবুজ বাঁচাও ও প্লাস্টিক ব্যবহার বন্ধ কর ! গণপতি বাপ্পা মোরিয়া"

বাড়িতে গণেশ পুজোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি । সঙ্গে তিনি লেখেন, "যেহেতু আমি আধ্যাত্মিক ও সব উৎসব পালন করি । পৃথিবী মাতার উপর আমার কিছু দায়িত্ব রয়েছে এবং আমরা একটি পরিবেশ বান্ধব গণেশের মূর্তি এনে আমাদের সেই ঐতিহ্য়কে অব্যাহত রেখেছি ।"

কাজল আগরওয়াল টুইট করেন, "আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা । আসুন, একটি পরিবেশ বান্ধব উৎসব পালন করি । জল রক্ষায় আমরা কিছু করি । #HappyGaneshChaturthi #GoGreenGanesha"

হাতে বানানো একটি ছোটো গণেশ মূর্তির ছবি শেয়ার করে আদা শর্মা টুইট করেন, "আপনি যখন তার স্রষ্টাকে উদযাপন করেন, তখন প্রকৃতির প্রতি সদয় হন । এখানে একটি পরিবেশ বান্ধব গণেশ আমরা জৈব রং ও মাটি দিয়ে তৈরি করেছি ।"

সোশাল মিডিয়ায় ভক্তদের প্লাস্টার অফ প্যারিস ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার কথা বলেন লিসা রায় । তিনি টুইট করেন, "গণেশ বিসর্জন জন্মচক্রকে বোঝার সুযোগ দেয় । হাতে বানানো মাটির মূর্তি ব্যবহার করুন । প্লাস্টিক, পিওপি ব্যবাহর বন্ধ করুন ।"

ABOUT THE AUTHOR

...view details