মুম্বই : প্রতি বছরের মতো এবারও গণেশ চতুর্থীতে ভক্তদের পরিবেশ বান্ধব হওয়ার আহ্বান জানালেন বলিউডের তারকারা । সঙ্গে প্লাস্টিকের ব্যবহার নিয়ে সতর্ক করলেন তাঁরা ।
অভিনেতা বিবেক ওবেরয় টুইট করেন, "এটি আমার বছরের পছন্দের সময় ! গণপতি বাপ্পাকে বাড়ি নিয়ে আসা ! বাপ্পা যেন তাঁর আশীর্বাদ আমাদের প্রত্যেককে দেন । আপনাদের সকলকে শুভ ও পরিবেশ বান্ধব গণেশ চতুর্থীর শুভেচ্ছা । আমাদের পরিবেশকে রক্ষা করতে আমরা আমাদের কর্তব্য করি । সবুজ বাঁচাও ও প্লাস্টিক ব্যবহার বন্ধ কর ! গণপতি বাপ্পা মোরিয়া"
বাড়িতে গণেশ পুজোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি । সঙ্গে তিনি লেখেন, "যেহেতু আমি আধ্যাত্মিক ও সব উৎসব পালন করি । পৃথিবী মাতার উপর আমার কিছু দায়িত্ব রয়েছে এবং আমরা একটি পরিবেশ বান্ধব গণেশের মূর্তি এনে আমাদের সেই ঐতিহ্য়কে অব্যাহত রেখেছি ।"