লস অ্যাঞ্জেলিস, 22 ফেব্রুয়ারি :নিজের স্মৃতিকথার জন্য় সাইমন অ্য়ান্ড শুস্টার নামক একটি প্রকাশনা সংস্থার সঙ্গে 15 মিলিয়ান ডলারের মোটা অঙ্কের চুক্তি সাক্ষর করলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears memoir )৷ খবর অনুযায়ী স্পিয়ার্সের এই স্মৃতিকথার জন্য় শুধু যে সাইমন অ্য়ান্ড শুস্টার-ই আগ্রহী ছিল তা কিন্তু নয় ৷ আরও বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার সঙ্গে রীতিমত লড়াই চালাতে হয়েছে তাঁদের ৷
প্রায় 13 বছর ধরে স্পিয়ার্সের জীবন কীভাবে চলবে তার সমস্তটাই নিয়ন্ত্রণ করতেন তাঁর বাবা জিমি ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইন অনুযায়ী এই ক্ষমতা পেয়েছিলেন জিমি ৷ কিন্তু জিমির মারাত্মক নিয়ন্ত্রণে নিষ্পেষিত হতে হয়েছিল এই পপ তারকাকে ৷ ফলে শেষমেষ বিচারকের কাছে বন্দিদশা থেকে মুক্তি চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি ৷