পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Britney Spears tell all memoir: স্মৃতিকথার মূল্য 15 মিলিয়ন ডলার, চুক্তি স্বাক্ষর করলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স - britney spears signs massive deal for tell all memoir

জীবনস্মৃতির জন্য সাইমন অ্যান্ড শুস্টার নামক প্রকাশনা সংস্থার সঙ্গে 15 মিলিয়ন ডলারের চুক্তি সাক্ষর করলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স (britney Spears signs massive deal for memoir) ৷

Britney Spears memoir
স্মৃতিকথার মূল্য 15 মিলিয়ন ডলার, চুক্তি স্বাক্ষর করলেন প তারকা ব্রিটনি স্পিয়ার্স

By

Published : Feb 22, 2022, 7:22 PM IST

Updated : Feb 22, 2022, 7:38 PM IST

লস অ্যাঞ্জেলিস, 22 ফেব্রুয়ারি :নিজের স্মৃতিকথার জন্য় সাইমন অ্য়ান্ড শুস্টার নামক একটি প্রকাশনা সংস্থার সঙ্গে 15 মিলিয়ান ডলারের মোটা অঙ্কের চুক্তি সাক্ষর করলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears memoir )৷ খবর অনুযায়ী স্পিয়ার্সের এই স্মৃতিকথার জন্য় শুধু যে সাইমন অ্য়ান্ড শুস্টার-ই আগ্রহী ছিল তা কিন্তু নয় ৷ আরও বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার সঙ্গে রীতিমত লড়াই চালাতে হয়েছে তাঁদের ৷

প্রায় 13 বছর ধরে স্পিয়ার্সের জীবন কীভাবে চলবে তার সমস্তটাই নিয়ন্ত্রণ করতেন তাঁর বাবা জিমি ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইন অনুযায়ী এই ক্ষমতা পেয়েছিলেন জিমি ৷ কিন্তু জিমির মারাত্মক নিয়ন্ত্রণে নিষ্পেষিত হতে হয়েছিল এই পপ তারকাকে ৷ ফলে শেষমেষ বিচারকের কাছে বন্দিদশা থেকে মুক্তি চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন: ভাই এবং হবু ভ্রাতৃবধূর মধ্যে ঝগড়া লাগাতে চান অর্জুন ?

এই তারকা জানিয়েছিলেন কীভাবে বিরতিহীন কাজ করতে বাধ্য় করা হত তাঁকে, কীভাবে তাঁকে জন্ম নিয়ন্ত্রক ওষুধ খেতে বাধ্য় করা হত ৷ শুধু তাই নয় তাঁকে নিজের প্রেমিককে বিয়ে করতেও দেওয়া হয়নি ৷ বাধা দেওয়া হয়েছে সন্তান নিতেও ৷ বিচারে শেষ পর্যন্ত বিচারক তাঁকে মুক্তি দেন ৷ তার তিনমাস পরেই সামনে এল এই আত্মজীবনী ৷

Last Updated : Feb 22, 2022, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details