পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুরাগ বাসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট - saraswati pujo

সরস্বতী পুজো মানেই দল বেঁধে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়া। যে কোনও বাঙালির মনেই এই স্মৃতিগুলো অমলিন। তাঁর ব্যতিক্রম নন পরিচালক অনুরাগ বাসুও। তাইতো বাংলার বাইরে থেকেও প্রত্য়েক বছরের মতো এইবছরও সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন পরিচালক।

saraswati puja

By

Published : Feb 11, 2019, 9:36 AM IST

এই পুজোয় উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। ক্য়াটরিনা কাইফ, অভিষেক বচ্চন, সুমনা চক্রবর্তী ও ঈশিতা দত্ত সহ আরও অনেকে।

পুজোয় অংশগ্রহণ করা থেকে শুরু করে প্রসাদ খাওয়া সবজায়গাতেই দেখা গেল এইসব তারকাদের। অধিকাংশ তারকাকেই দেখা যায় হলুদ ও বাসন্তি শাড়িতে। তাই বলাই যায়, বেশ ভালোই কাটল তারকাদের সরস্বতী পুজো।


ABOUT THE AUTHOR

...view details