এই পুজোয় উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। ক্য়াটরিনা কাইফ, অভিষেক বচ্চন, সুমনা চক্রবর্তী ও ঈশিতা দত্ত সহ আরও অনেকে।
অনুরাগ বাসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট - saraswati pujo
সরস্বতী পুজো মানেই দল বেঁধে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়া। যে কোনও বাঙালির মনেই এই স্মৃতিগুলো অমলিন। তাঁর ব্যতিক্রম নন পরিচালক অনুরাগ বাসুও। তাইতো বাংলার বাইরে থেকেও প্রত্য়েক বছরের মতো এইবছরও সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন পরিচালক।
saraswati puja