মুম্বই : সম্প্রতি 'বিগ বস 13'-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন আদনান সামি । তিনি একা নন, সঙ্গে ছিলেন স্ত্রী রোয়া ফরইয়াবি ও মিষ্টি মেয়ে মেদিনা । বিগ বসের সেটে চুটিয়ে মজা করলেন আদনান আর সলমন । IANS-কে দেওয়া সাক্ষাৎকারে আদনান জানালেন সেই কথা ।
তিনি বলেন, "বিগ বসের সেটে আমরা দারুণ মজা করেছি । সলমনের আতিথেয়তার কোনও জবাব নেই । আমার মেয়ে মেদিনার সঙ্গে খেলাও করেছে ও । আমার নতুন গান 'তু ইয়াদ আয়া' বেশ পছন্দ করেছে সলমন । গানটা আমি শো-তে পারফর্ম করেছি ।"
সলমনের সঙ্গে আদনানের পরিবার এরপর আদনান বলেন, "রোয়াকে সলমন বলছিল যে, "তুমি আদনানের জীবন শুধরে দিয়েছো দেখে ভালো লাগলো..", ওঁর এই কথায় আমিও পালটা বলি যে, এবার তোমার জীবন শুধরানোর সময় এসেছে, বিয়েটা করে নাও । আমায় দেখো, তিনবার বিয়ে করে ফেলেছি ।"
সলমনের দু'টি ছবিতে প্লেব্য়াক করেছেন আদনান । 'বজরঙ্গী ভাইজান' ও 'লাকি' ছবিতে আদনানের গাওয়া গান দুটি জনপ্রিয় হয় ।
কুনাল বর্মার সুরে আদনানের নতুন গান 'তু ইয়াদ আয়া' মুক্তি পেয়েছে । তবে এটা কোনও প্লেব্যাক সং নয়, নন-ফিল্ম সিঙ্গল এই গানে দর্শককে মাত করেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আদনান ।