পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিপোর্ট : করণের হাত ধরে বলিউডে আসছেন অমিতাভের নাতি - অগস্ত্য নন্দার বলিউড ডেবিউ

করণ জোহরের হাত ধরে এবার নাকি বলিউডে আসছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা । এমনই খবর শোনা যাচ্ছে বলিউডের অন্দরে ।

karan johar to launch Agastya Nanda
karan johar to launch Agastya Nanda

By

Published : Jul 14, 2020, 8:53 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজ়ম নিয়ে জোর চর্চা চলছে । ইন্ডাস্ট্রিতে স্টারকিডদের আধিপত্য নিয়ে সমালোচনায় মেতেছেন দেশবাসী । আর তারই মধ্যে খবর শোনা যাচ্ছে যে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা বলিউডে ডেবিউ করতে চলেছেন । তাও আবার 'মুভি মাফিয়া' করণ জোহরের হাত ধরে ।

এর আগে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে সহ আরও অনেককে বলিউডে ব্রেক দিয়েছেন করণ । এবার নাকি অগস্ত্যর পালা । তবে এই খবর এখনও নিশ্চিত নয়, শোনা যাচ্ছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অগস্ত্য । অভিনয় না করেও তাঁর একটা ফ্যান বেস রয়েছে সেখানে । লকডাউনে মুম্বইতেই ছিলেন তিনি । কয়েকদিন আগে নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে স্পট করা যায় অগস্ত্যকে । সেই একই পার্টিতে ছিলেন করণও ।

নীতুর জন্মদিনের পার্টি

এমনিতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ বেশ সমস্যার মধ্যে রয়েছেন । বিহারে তাঁর প্রযোজিত ফিল্মকে বয়কট করা হয়েছে । তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক FIR । সোশাল মিডিয়ায় তরতর করে কমছে তাঁর ফলোয়ার সংখ্যা ।

এই অবস্থায় কি অগস্ত্যকে লঞ্চ করার ঝুঁকি নেবেন করণ ? উত্তর দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details