পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কাঁধে ব্যথা নিয়েই কাজে ফিরলেন বিগ বি - bollywood

দীর্ঘদিন ধরে কাঁধে ব্যথায় ভুগছেন অমিতাভ বচ্চন। কিন্তু, তার জন্য কাজের সঙ্গে কোনও আপোস করতে চান না। তাই কাঁধে ব্য়থা সত্ত্বেও কাজে ফিরলেন তিনি।

বিগ বি

By

Published : May 15, 2019, 10:23 AM IST

মুম্বই : অমিতাভ বচ্চন শুরু করেছেন রুমি জাফরি পরিচালিত 'চেহরে'-এর শুটিং। কিন্তু, কাঁধের ব্যথা কমেনি এখনও। তাই ব্যথার উদ্দেশ্যে এবার খোলা চিঠি লিখে বিগ বি জানালেন যে, কোনও ব্যথাই তাঁকে কাজ থেকে দূরে রাখতে পারবে না।

বিগ বি নিজের ব্লগে লিখেছেন, "দেখ মিস্টার পেইন, তুমি যদি না ঠিক হও, তাহলে এমন অনেক উপায় আছে তোমাকে ঠিক করার। হ্যাঁ, অবশ্যই এটা করতে পারি আমি। হালকাভাবে নেওয়ার বা হাসার কিছু নেই।"

অমিতাভ জানিয়েছেন, কিছু সমস্যা ছিল তবে একটা সমাধান পাওয়া গেছে তাঁর এই ব্যথার। ফলে ব্যথা উপেক্ষা করেও কাজ করতে পারবেন অমিতাভ।

গতসপ্তাহের রবিবার এই ব্যথার বাড়াবাড়ির জন্য অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি বিগ বি। সেকথা নিজেই টুইট করে জানিয়েছিলেন।

সম্প্রতি ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে অমিতাভ শুরু করেছেন 'চেহরে'-এর শুটিং। পাশাপাশি তাঁকে দেখা যাবে ব্রহ্মাস্ত্রতে। আজ সুজিত সরকারের ছবি 'গুলাবো সিতাবো'-তে আয়ুষ্মান ও অমিতাভের অভিনয়ের খবরও সামনে আসে।

ABOUT THE AUTHOR

...view details