পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মানসিক স্বাস্থ্য নিয়ে সরব অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করা ঠিক নয়, আমাদের সবার উচিত এদিকে যথাসম্ভব নজর দেওয়া...মত অমিতাভ বচ্চনের ।

Amitabh bachchan on mental health
Amitabh bachchan on mental health

By

Published : Nov 13, 2020, 7:34 AM IST

মুম্বই : কোরোনাকালে আমাদের মানসিক স্বাস্থ্য ভীষণভাবে প্রভাবিত হয়েছে । বাইরের জগত থেকে আমরা যতটা দূরে সরেছি, ততটাই নিজেদের কাছাকাছি এসেছি । নিজেদের সঙ্গে আলাপচারিতা বেড়েছে আমাদের । আর এর ফলে ভালো যেমন হয়েছে, খারাপও হয়েছে । সমীক্ষা বলছে, লকডাউনে বাড়িতে বন্দি থেকে মানসিক অবসাদের হার বৃদ্ধি পেয়েছে । তাই বেড়েছে আত্মহত্যার ঘটনাও । শুধু সেলেবরা নন, বিশ্বজুড়ে আজ বহু মানুষ অবসাদের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন ।

এই বিষয়টি নিয়ে চিন্তিত অমিতাভ বচ্চন । তাঁর কাছে এই সমস্যাটা এখন একটা বিপদের আকার ধারণ করেছে । "মানসিক অসুস্থতা একটা বিপদ, গোপন আর ধ্বংসাত্মক একটা আক্রমণ । নিজের যন্ত্রণা শেয়ার করার মতো মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার । এই বিষয়টার উপর যথাসম্ভব নজর দেওয়া উচিত আমাদের ।", IANS-কে বলেন অমিতাভ ।

আশপাশের মানুষগুলোর মানসিক যন্ত্রণার কথা শুনতে হবে, তাদের কষ্টটা বোঝার চেষ্টা করতে হবে, চারিদিকে এই অসুস্থতা নিয়ে সচেতনতা তৈরি করতে হবে...আবেদন করেছেন মিস্টার বচ্চন । নীরজা বিড়লার সঙ্গে হাত মিলিয়ে '#SunoDekhoKaho' নামক ক্যাম্পেনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি । মানসিক অসুস্থতা নিয়ে যে ট্যাবু কাজ করে অনেকের ভিতর, সেটাকে ঘোচানোই এই ক্যাম্পেনের লক্ষ্য ।

এই ধরনের সমাজসচেতনতামূলক কাজের সঙ্গে অমিতাভ ব্যস্ত নিজের একাধিক প্রজেক্ট নিয়েও । 'ঝুন্ড','চেহরে', 'ব্রহ্মাস্ত্র'-র মতো একাধিক ইন্টারেস্টিং ছবিতে অভিনয় করছেন তিনি । পাশাপাশি চলছে KBC-র শুটিংও । কাজে ব্যস্ত থাকাটাও মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো, বলে থাকেন মনোরোগ বিশেষজ্ঞরা ।

ABOUT THE AUTHOR

...view details