মুম্বই : কোরোনাকালে আমাদের মানসিক স্বাস্থ্য ভীষণভাবে প্রভাবিত হয়েছে । বাইরের জগত থেকে আমরা যতটা দূরে সরেছি, ততটাই নিজেদের কাছাকাছি এসেছি । নিজেদের সঙ্গে আলাপচারিতা বেড়েছে আমাদের । আর এর ফলে ভালো যেমন হয়েছে, খারাপও হয়েছে । সমীক্ষা বলছে, লকডাউনে বাড়িতে বন্দি থেকে মানসিক অবসাদের হার বৃদ্ধি পেয়েছে । তাই বেড়েছে আত্মহত্যার ঘটনাও । শুধু সেলেবরা নন, বিশ্বজুড়ে আজ বহু মানুষ অবসাদের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন ।
এই বিষয়টি নিয়ে চিন্তিত অমিতাভ বচ্চন । তাঁর কাছে এই সমস্যাটা এখন একটা বিপদের আকার ধারণ করেছে । "মানসিক অসুস্থতা একটা বিপদ, গোপন আর ধ্বংসাত্মক একটা আক্রমণ । নিজের যন্ত্রণা শেয়ার করার মতো মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার । এই বিষয়টার উপর যথাসম্ভব নজর দেওয়া উচিত আমাদের ।", IANS-কে বলেন অমিতাভ ।