পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনেও কোনও ডে-অফ নেই আয়ুষ্মানের - Ayushmann khurrana train

জন্মদিনেও একটু রেহাই নেই আয়ুষ্মান খুরানার । নিজের পরবর্তী ফিল্ম নিয়ে এতটাই ব্যস্ত অভিনেতা যে, একদিনও ওয়ার্কআউটে ছাড় নেই তাঁর । কি অবস্থা !

Ayushmann Khurrana latest news
Ayushmann Khurrana latest news

By

Published : Sep 14, 2020, 7:54 AM IST

মুম্বই : আজ আয়ুষ্মান খুরানার জন্মদিন । দেখতে দেখতে 36 টা বসন্ত পার করলেন অভিনেতা । যত দিন গেছে তাঁর থেকে প্রত্যাশা বেড়েছে ফ্যানেদের, আরও পরিশ্রম করতে বদ্ধপরিকর হয়েছেন তিনি । তাই জন্মদিনেও কোনও ডে-অফ নিচ্ছেন না আয়ুষ্মান ।

নিজের পরবর্তী ফিল্মের জন্য জোরকদমে প্রস্তুতিপর্ব চলছে অভিনেতার । অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে এক খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান । আর তার জন্য তাঁকে শরীরচর্চার উপর খুব জোর দিতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে পেটানো চেহারা ।

এই প্রসঙ্গে IANS-কে অভিনেতা বললেন, "নিজের শরীর তৈরি করতে আমি সময়ের বিপরীতে দৌড়চ্ছি এখন । তাই ওয়ার্কআউট থেকে একটা মাত্র দিন অফ নেওয়ার উপায় নেই আমার । তাই জন্মদিনেও আমায় প্রচুর কাজ করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে ।"

.

আপাতত চণ্ডীগড়ে আছেন আয়ুষ্মান । বললেন, "আমি যে পুরো পরিবারের সঙ্গে চণ্ডীগড়ে থাকতে পারছি এই বিশেষ দিনটিতে, তার জন্য কৃতজ্ঞ । শেষ কবে আমি এই সুযোগ পেয়েছি মনে পড়ে না । তাই এই বছরটা খুবই স্পেশাল আমার কাছে ।"

আয়ুষ্মান খুরানাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানায় ETV ভারত সিতারা ।

ABOUT THE AUTHOR

...view details