মুম্বই : প্রথম সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ।
গতকাল এক পুত্র সন্তানের জন্ম দেন গ্যাব্রিয়েলা ।
তাঁদের বাবা-মা হওয়ার খবর প্রথম নিশ্চিত করেন ছবি নির্মাতা জে পি দত্তর মেয়ে নিধি দত্ত । তিনি টুইট করেন, "আপনার জীবনে আনন্দ আসার জন্য অভিনন্দন অর্জুন রামপাল ! ভগবান মঙ্গল করুক !"