পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"মা-বাবার সঙ্গে সময় কাটাও, নাহলে..", কী বললেন অর্জুন ? - অর্জুন কাপুরের খবর

মা বেঁচে থাকলে আজ মায়ের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতেন অর্জুন কাপুর । কিন্তু, বেশ কয়েক বছর আগেই সবাইকে ফাঁকি দিয়ে মা পরলোকে গমন করেছেন । তাই মায়ের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ অর্জুন ।

Arjun kapoor mother birthday
Arjun kapoor mother birthday

By

Published : Feb 4, 2021, 6:49 PM IST

মুম্বই : কাউকে ভালোবাসলে, সঠিক সময়ের অপেক্ষা না করে নিজের অনুভূতির কথা জানিয়ে দেওয়া উচিত, বললেন অর্জুন কাপুর । অল্প বয়সে মাকে হারিয়েছেন তিনি । এখন চাইলেও মাকে আর ভালোবাসার কথা বলতে পারেন না তিনি । সেই আক্ষেপ থেকেই অভিনেতার এই মত ।

আজ অর্জুনের মায়ের জন্মদিন । বেঁচে থাকলে ছেলের সঙ্গে দিনটি সেলিব্রেট করতে কি ভালোই না বাসতেন তিনি ! তবে সময়ের দাবি অন্যরকম । মা-কে ছাড়াই তাই দিনটি যতটা সম্ভব আনন্দে কাটানোর চেষ্টা করছেন অর্জুন ।

নিজের অনুরাগীদের একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিলেন অর্জুন । বাড়ির লোকেদের সঙ্গে সবাইকে সময় কাটাতে বললেন তিনি । বিশেষ করে মা-বাবার সঙ্গে । কারণ তাঁরা যখন থাকবেন না, তখন সেই শূন্যস্থানটা আর পূরণ হবে না ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা । সেখানেই এইসব কথা বলেছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "আমি তোমায় কাল ভালোবাসতাম, আজ ভালোবাসি, আর সারাজীবন ভালোবাসব । হ্যাপি বার্থডে মা ।"

দেখে নিন অর্জুনের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details