পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভয়ের সঙ্গে কাজ করা যন্ত্রণাদায়কভাবে কঠিন : অনুরাগ কাশ্যপ - অনুরাগ কাশ্যপের খবর

অনুরাগ কাশ্যপ পরিচালিত 'দেব ডি' ছবিতে অভিনয় করেছিলেন অভয় দেওল । ছবিটি বেশ প্রশংসা পেলেও অনুরাগের একটা খারাপ স্মৃতি রয়ে গেছে ছবিটি নিয়ে, অভয় দেওলের সঙ্গে কাজ করার বদ অভিজ্ঞতা ।

Anurag kashyap on Abhay Deol
Anurag kashyap on Abhay Deol

By

Published : Jun 8, 2020, 8:08 AM IST

মুম্বই : প্যারালাল ছবিতে অভিনয় করে তুফানের মতো উড়েছিলেন অভয় দেওল । বেশ নামডাক হয়েছিল তাঁর । বিশেষ করে 2009 সালে 'দেব ডি' ছবিতে অভিনয় করে সমালোচক ও দর্শকের প্রশংসা পান তিনি । তবে ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ অন্য কথা বলছেন । তাঁর মতে ছবির আউটকাম যা-ই হোক না কেন, ছবি তৈরির প্রক্রিয়াটা ছিল বেশ কষ্টকর আর সেটা অভয়ের কারণেই ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অনুরাগ বলেন, "অভয়ের সঙ্গে কাজ করাটা যন্ত্রণাদায়কভাবে কঠিন ছিল । ওঁর সঙ্গে খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি আমার । শুটিং শেষ হওয়ার পর আমরা সেভাবে কথাও বলিনি ।"

পদবীতে 'দেওল' থাকার সমস্ত রকম সুবিধা নিতে চাইতেন অভয়, বললেন অনুরাগ । "পুরো ছবিটি বেশ কম বাজেটের মধ্যে তৈরি করা হয়েছিল । পুরো টিম পাহাড়গঞ্জে ছিল, তবে অভয় পাঁচতারা হোটেলে থাকত । আর এই কারণেই অনেক পরিচালক ওঁর থেকে সরে আসে ।", ফিরে দেখলেন পরিচালক ।

'দেব ডি' ছবির প্রোমোশনেও অভয় আসেননি, অভিযোগ অনুরাগের । ছবি ও ছবির ক্রু মেম্বারদের বেশ ভুগিয়েছিলেন তিনি, সেটাও জানালেন তিনি ।

একটা ফিল্ম তৈরির পিছনে যে কতরকম ভালো বা খারাপ স্মৃতি লুকিয়ে থাকে, সেটা বোঝা যায় এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা সামনে এলে । তবে এই বিষয়ে এখনও অভয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details