পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তোমাদের কাজকর্ম নেই?", পাপারাৎজ়িদের তীব্র আক্রমণ অনুরাগের - Bollywood

পাপারৎজ়িদের আক্রমণ করলেন অনুরাগ কাশ্যপ। প্রতি মুহূর্তে সেলিব্রিটিদের অনুসরণ করাটা কোনও কাজের কাজ নয়, এমনটাই বললেন তিনি। যদিও পাপারাৎজ়িদের একাংশ তীব্র প্রতিবাদ করেছেন অনুরাগের এই ব্যবহারে।

অনুরাগ কাশ্যপ

By

Published : May 7, 2019, 4:40 PM IST

পাপারাৎজ়িদের কাজ সোজা নয়। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করে থাকতে হয় কোনও সেলিব্রিটির একটা ঝলক পাওয়ার জন্য। কোথায় কোন অনুষ্ঠানে কোন সেলিব্রিটি আসছেন, তা তাঁদের নখদর্পণে রাখতে হয়। কিন্তু, অনেক সেলিব্রিটিই পছন্দ করেন না প্রতি মুহূর্তে নজরবন্দী হতে। তাঁদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক ক্লিনিকের সামনে তাঁকে ক্যামেরাবন্দী করায় রীতিমতো চটলেন তিনি এবং পাপারাৎজ়িদের উদ্দেশ্যে বললেন, "তোমাদের কোনও কাজকর্ম নেই ?"

অনুরাগ হাসিমুখেই বেশ কড়া কথা বললেন পাপারাৎজ়িদের। তিনি বললেন, "তোমরা ডাক্তারের চেম্বারের সামনে কেন দাঁড়িয়ে রয়েছ? নিজেরা নিজেদের আয়নায় দেখেছ? মানুষ যেখানেই যাচ্ছে তোমরা ছবি তুলে যাচ্ছ। একবার একটু সময় বের করে ভাব কী করছ তোমরা। কোনও কাজের কাজ করতে পার না?"

সেলিব্রিটিরা এই কারণেই দেশের বাইরে চলে যায়, মনে করেন অনুরাগ। তিনি বলেন, "মানুষ একটু শ্বাস নিতে পারে তোমাদের জন্য। তাই দেশ ছেড়ে পালিয়ে যায়।"

অনুরাগের এই মন্তব্যে বেশ কয়েকজন পাপারাৎজ়ি চটেছেন তাঁর উপর। অনেকেই বলছেন, "আপনার কোনও অধিকার নেই কারোর প্রফেশন নিয়ে মন্তব্য করার। পুরো বলিউড আমাদের কাজে গর্বিত।"

খুব সম্প্রতি মুক্তি পেতে চলেছে অনুরাগ পরিচালিত 'সেক্রেড গেমস ২'। এই ওয়েব সিরিজ়ের প্রথম ভাগ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details