মুম্বই, 17 ফেব্রুয়ারি : চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো রাজা ৷ স্লিপ অ্য়াপেনিয়া রোগের জেরে 69 বছরেই পৃথিবীর মায়া ত্য়াগ করতে হয়েছে তাঁকে ৷ মাত্র 19 বছর বয়সে সঙ্গীত জগতে পা রেখেছিলেন এই কিংবদন্তি, তারপর প্রায় 50 বছরের এই কেরিয়ারে কখনও সেভাবে পিছন ফিরে তাকাতে হয়নি সকলের প্রিয় বাপ্পিদাকে ৷ তাঁর এই প্রয়াণে তাই স্বাভাবিকভাবেই শোকাহত সকলে ৷ নিজের মত করে শ্রদ্ধা জানাচ্ছেন প্রত্য়েকেই ৷ এবার কলম হাতে তুলে নিলেন ভারতীয় চলচ্চিত্রের বিগ বি অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan Penned an emotional blog for Bappi Lahiri )৷
ব্লগের মাধ্য়মে বাপ্পি লাহিড়ীকে স্মরণ করে তিনি লেখেন, "বাপ্পি লাহিড়ী... অসামান্য একজন সঙ্গীত পরিচালক চলে গেলেন ৷ চমকে উঠেছি এবং মর্মাহত হয়েছি ৷ দ্রুত একের একের পর এক যেভাবে মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে তাতে গভীর শোকের মধ্য়ে রয়েছি ৷ আমার ছবিতে ওঁর যত গান আমি বিশ্বাস করি সেসব অমর হয়ে থাকবে ৷ আজকের প্রজন্মও সেগুলি গুনগুন করবে একা একা গাইবে গভীর আনন্দে ৷ "