পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দীপিকার খাবার চুরি করে খান অমিতাভ ! অভিযোগ অভিনেত্রীর - অমিতাভ বচ্চনের খবর

হ্যাঁ, ঠিকই পড়েছেন । 'পিকু'-র শুটিং চলাকালীন দীপিকা পাড়ুকোনের খাবার চুরি করে খেয়ে নিতেন অমিতাভ বচ্চন । ছবিটির প্রেস কনফারেন্সে অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী । অস্বীকার করেননি অমিতাভও ।

Amitabh Bachchan and deepika padukone banter
Amitabh Bachchan and deepika padukone banter

By

Published : Feb 9, 2021, 4:24 PM IST

মুম্বই : 'পিকু' ছবিটি যেমন মজাদার, মজাদার তার ব্যাকগ্রাউন্ড স্টোরিও । পরদায় বাবা আর মেয়ের সম্পর্ক, নৈকট্য, খুনসুটি যেন প্রভাব ফেলতে শুরু করেছিল পরদার পিছনেও । তাই দীপিকার খাবার চুরি করে খেতে দ্বিতীয়বার ভাবেননি অমিতাভ ।

'পিকু'-র প্রেস কনফারেন্সে সেই নিয়ে অভিযোগও করেন দীপিকা । বলেন, "উনি আমার খাবার চুরি করে খেয়ে নিতেন ।" এক কথায় সেই অভিযোগ মেনেও নেন অমিতাভ । তবে তিনি তাঁর যুক্তিটি জানান স্পষ্ট ।

অমিতাভ বলেন, "আরে আমরা সাধারণ মানুষ, দিনে তিনবার খাবার খাই । এই মহিলার ব্যাপারটাই আলাদা । ইনি প্রতি তিন মিনিটে খাবার খান ।" এত খাবার দেখে অমিতাভ লোভ সামলাতে পারতেন না ।

...

তবে একটি বিষয়ে তাজ্জব হয়ে যেতেন অমিতাভ । এত খাবার খেয়েও দীপিকার গায়ে একরত্তি মাংস কেন লাগে না !

কথাটা যে অমিতাভ খুব একটা ভুল বলেননি তা বলাইবাহুল্য । কারণ দীপিকাকে দেখে সত্য়িই মনে হয় না তিনি এত খাবার খান । স্টার সিক্রেট বলেও তো একটা ব্যাপার আছে, তাই না ?

ABOUT THE AUTHOR

...view details