মুম্বই : সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের পাশে থেকেছেন অমিতাভ বচ্চন । যত বড় তারকাই হয়ে যান না কেন, পরের সাহায্য করা তাঁর স্বভাবের মধ্যে রয়েছে । এবার সমাজের আর এক প্রান্তিক গোষ্ঠী, মেথর-ঝাড়ুদার-ধাঙড়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন অমিতাভ ।
এই ধরনের কাজকে "অসাংবিধানিক ও বেআইনি" বলে উল্লেখ করেছেন অমিতাভ । তারপরেও এই কাজ করেন মানুষ, তাদের দিয়ে করানো হয় । অবাক অভিনেতা ।
তিনি লিখেছেন, "আজকের ইভেন্টটা আপনার মনকে নাড়িয়ে দেবে । ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এক অসাংবিধানিক ও বেআইনি কাজ । তারপরেও এই কাজ করেন লোকে, অমানবিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান ।"
খুব ভুল কথা তো বলেননি অমিতাভ । কত মানুষ এই কাজ করতে গিয়ে ম্যানহোলের মধ্যে প্রাণ হারান । বিষাক্ত গ্যাসে বা মাটির ধসে । এই মানুষগুলোর উন্নয়নে তৈরি যে কোনও উদ্যোগের পাশে থাকবেন অমিতাভ, টুইটে লিখেছেন স্পষ্ট ।
দেখে নিন...