মুম্বই : সোশাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ অমিতাভ। এই প্রস্টিজিয়াস সম্মান পেয়েও তিনি তাঁর অনুভূতি প্রকাশ করলেন টুইটারে।
অমিতাভ লিখেছেন, "কী ভাষায় প্রতিক্রিয়া জানাব বুঝতে পারছি না, কীভাবে শব্দের বহিঃপ্রকাশ করব বুঝতে পারছি না..আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আপ্লুত.."
নিজের ব্লগেও অমিতাভ তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। লিখেছেন, "আমার মনে যা চলছে, সেটা কোনওদিন প্রকাশ করতে পারব না..আর করা ঠিকও না।"
সময়ের সঙ্গে কীভাবে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা যায়, তা শিখতে হয় অমিতাভের কাছ থেকে। তাঁর সমকালীন সমস্ত অভিনেতারা যেখানে অবসর নিয়েছেন, বা কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, সেখানে অমিতাভ এখনও মুখ্য চরিত্রে অভিনয় করছেন ফাটিয়ে। সিনেমায় তিনি থাকবেন মানে সমস্ত লাইমলাইট তাঁর দিকে।
আরও পড়ুন : চিকিৎসায় সাহায্য, সোশাল মিডিয়ায় নথিপত্র প্রকাশ মিমির
অমিতাভের শেষ মুক্তি পাওয়া ছবি 'বদলা' বক্স অফিসে সুপারহিট হয়। এরপর সুপারস্টারের ঝুলিতে রয়েছে 'গুলাবো সিতাবো', 'ব্রহ্মাস্ত্র', 'আঁখেঁ ২'-এর মতো ছবি। আর প্রতিটি ছবিতেই তিনি উল্লেখযোগ্য ভূমিকায়।