মুম্বই : শিবা হিসেবে অমিতাভ অনেক খ্যাতি আর সম্মান পেয়েছেন । পাড়ার ক্রিমিনালের চরিত্রে অভিনয় করেন তিনি । অমিতাভের জন্য বেশ ছকভাঙা সেই চরিত্র । তবে মুশকিলটা হয়েছিল যখন এই ছবির জন্য সত্যিকারের বাঘের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে ।
হ্যাঁ, এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বচ্চন । শিবা-র একটি ছবি শেয়ার করেছেন তিনি । বেপরোয়া লুক, উশকো খুশকো চুল আর পিঠে বাঘের ছালের মতো দেখতে একটি জ্যাকেট ।