পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অসুস্থ আলিয়া, যেতে হল হাসপাতালে - আলিয়া ভাটের খবর

কাজের চাপে অসুস্থ আলিয়া ভাট । রবিবার অর্থাৎ 17 জানুয়ারি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে সেদিনই ছাড়া পান অভিনেত্রী ।

alia bhatt in hospital
alia bhatt in hospital

By

Published : Jan 19, 2021, 6:43 AM IST

মুম্বই : লকডাউন উঠে যাওয়ার পর 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির শুটিং শুরু করেছেন আলিয়া ভাট । তাড়াতাড়ি শুটিং শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তিনি । প্রায় প্রতিদিন রাত করে বাড়ি ফিরছেন ।

আর দিনের পর দিন এই অনিয়ম করেই অসুস্থ হয়ে পড়েন আলিয়া । হজমের সমস্যা আর বমি বমি ভাব হতে থাকে তাঁর । তাই সময় নষ্ট না করে হাসপাতালে ভরতি হয়ে যান তিনি ।

রবিবার অর্থাৎ 17 জানুয়ারির ঘটনা এটি । ডাক্তারদের তত্ত্বাবধানে পুরো দিনটা হাসপাতালে থাকেন আলিয়া । তবে সেদিনই সুস্থ হয়ে বাড়িও ফিরে যান অভিনেত্রী । শুধু তাই নয়, পরদিনই আবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র সেটে দেখা যায় তাঁকে ।

সঞ্জয়লীলা বনসালী পরিচালিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া । পুরো ছবির গুরুভার তাঁরই উপর । তাই চাপটা তাঁরই সবচেয়ে বেশি । সুস্থ তো থাকতেই হবে আলিয়াকে ।

ABOUT THE AUTHOR

...view details