পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

একসঙ্গে থাকছেন আলিয়া-রণবীর ? - রণবীর কাপুর

সকলের অজান্তে একসঙ্গে থাকা শুরু করেছেন আলিয়া ভাট আর রণবীর কাপুর ? সম্প্রতি সামনে আসা একটি ভিডিয়ো দেখে জল্পনা শুরু অনুরাগীদের ।

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/30-March-2020/6591214_1064_6591214_1585537897617.png
http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/30-March-2020/6591214_1064_6591214_1585537897617.png

By

Published : Mar 30, 2020, 8:49 AM IST

মুম্বই : আলিয়া আর রণবীরের সম্পর্ক নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের । তাঁরা যতই লাইমলাইট থেকে দূরে থাকতে চান না কেন, তাঁদের নিয়ে নিত্যনতুন মুচমুচে খবর আসতেই থাকে সোশাল মিডিয়ায় । তবে এবার আর হাওয়ায় ভাসা খবর নয়, সামনে এল একটা ভিডিয়ো, যেখানে আলিয়া-রণবীরকে একই কমপাউন্ডে দেখা গেল ।

বাড়ির ক্যাশুয়াল জামা পরে একই কমপাউন্ডে স্পট করা গেল দু'জনকে । সঙ্গে তাঁদের কুকুর লিওনেল । আর এই ভিডিয়ো সামনে আসার পর নেটিজেনদের মনে হতে শুরু করেছে. তাহলে কি একই বাড়িতে শিফ্ট করে গেছেন এই হাই-প্রোফাইল লাভ বার্ডস ?

কয়েকদিন আগ একটি খবর সামনে আসে যে, ফাটল ধরেছে তাঁদের দু'জনের সম্পর্কে । আলিয়ার জন্মদিনে রণবীরের অনুপস্থিতিই ছিল সেই জল্পনার কারণ । তবে কিছুদিনের মধ্যে রণবীরের তোলা একটি ছবি পোস্ট করে সেই জল্পনায় ইতি টানেন আলিয়া । লেখেন রণবীর তাঁর ফেবরিট ফোটোগ্রাফার ।

আর এবারের এই ভিডিয়ো তো তাঁদের সম্পর্কের অকাট্য প্রমাণ । দেশজুড়ে লকডাউনে একে অপরের সঙ্গে রয়েছেন আলিয়া-রণবীর । এর থেকে আনন্দের আর কী হতে পারে 'রালিয়া' ফ্যানেদের জন্য ?

ABOUT THE AUTHOR

...view details