মুম্বই : আলিয়া আর রণবীরের সম্পর্ক নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের । তাঁরা যতই লাইমলাইট থেকে দূরে থাকতে চান না কেন, তাঁদের নিয়ে নিত্যনতুন মুচমুচে খবর আসতেই থাকে সোশাল মিডিয়ায় । তবে এবার আর হাওয়ায় ভাসা খবর নয়, সামনে এল একটা ভিডিয়ো, যেখানে আলিয়া-রণবীরকে একই কমপাউন্ডে দেখা গেল ।
বাড়ির ক্যাশুয়াল জামা পরে একই কমপাউন্ডে স্পট করা গেল দু'জনকে । সঙ্গে তাঁদের কুকুর লিওনেল । আর এই ভিডিয়ো সামনে আসার পর নেটিজেনদের মনে হতে শুরু করেছে. তাহলে কি একই বাড়িতে শিফ্ট করে গেছেন এই হাই-প্রোফাইল লাভ বার্ডস ?