পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

100 পাউন্ডের চ্যালেঞ্জ নিলেন অক্ষয় ! - twitter

সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে ফোর্বসের 'ওয়ার্ল্ডস্ হায়েস্ট-পেড সেলিব্রিটিজ় 2019'-র তালিকায় জায়গা বানিয়েছেন অক্ষয় কুমার । তারপরও 100 পাউন্ডের জন্য পোল ধরে ঝুললেন বলিউড খিলাড়ি । তাঁর এমনই এক মজার ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করলেন টুইঙ্কল খান্না ।

অক্ষয় কুমার

By

Published : Jul 17, 2019, 3:18 PM IST

মুম্বই : বলিউড 'খিলাড়ি' অক্ষয় কুমার বর্তমানে নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন । এরমধ্যে এমন একটি চ্যালেঞ্জ নিলেন অক্ষয়, যা জিতলে পাওয়া যাবে 100 পাউন্ড । স্ত্রী টুইঙ্কল খান্না অক্ষয়ের এমনই এক মজার ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ।

টুইঙ্কল খান্না ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেখানে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার একটি পোল ধরে ঝুলে রয়েছেন । ভিডিয়োর ক্যাপশনে লেখা, "এখানেও ঝুলে রয়েছে ! ফোর্বসের লিস্টে আসার পরেও খুশি নেই । তিনি এখানেও তাড়াতাড়ি 100 পাউন্ড উপার্জন করতে চান । #GoofingAround"

ফোর্বসের 'ওয়ার্ল্ডস্ হায়েস্ট-পেড সেলিব্রিটিজ় 2019'-র তালিকায় প্রথম ভারতীয় হিসেবে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন বলিউডের খিলাড়ি ।

অক্ষয় কুমার বর্তমানে 'মিশন মঙ্গল' মুক্তির প্রস্তুতি নিচ্ছেন । এছাড়া, 'সূর্যবংশী', 'হাউসফুল ৪' ও 'গুড নিউজ়' ছবিগুলিতেও দেখা যাবে অভিনেতাকে ।

ABOUT THE AUTHOR

...view details