পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হরিয়ানায় করমুক্ত 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র' - tax-free

উত্তরপ্রদেশের পর হরিয়ানাতেও করমুক্ত অজয় দেবগন অভিনীত 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'।

িুপ
িুপ

By

Published : Jan 15, 2020, 11:52 PM IST

চণ্ডীগড় : উত্তরপ্রদেশের পর হরিয়ানাতেও করমুক্ত 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'। আজ একথা ঘোষণা করা হয় ।

ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান ।

মারাঠা ইতিহাসের একটি উজ্জ্বল মুহূর্তের গল্প ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে । 1670 সালের 4 ফেব্রুয়ারি সিংগড়ে একটি যুদ্ধ হয়েছিল । যুদ্ধের কাহিনি তুলে ধরা হয় ছবিতে । ছত্রপতি শিবাজির সময়কালে কোনধানা দুর্গে আক্রমণ চালিয়েছিল উদয়ভান । সেই যুদ্ধে মৃত্যু হয় তানাজির । কিন্তু, দুর্গ অক্ষত ছিল । এরপর ছত্রপতি শিবাজি কোনধানার নাম পরিবর্তন করে দুর্গের নাম রাখেন সিংগড় । যার অর্থ 'সিংহের দুর্গ'। তানাজিকে শ্রদ্ধা জানাতেই এই নাম রাখেন তিনি ।

এর আগে উত্তরপ্রদেশে করমুক্ত করা হয় এই ছবি । ওই রাজ্যে ছবিটিকে করমুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথকে চিঠি লিখে ধন্যবাদ জানান অজয় ।

10 জানুয়ারি মুক্তি পায় এই ছবি । এর সঙ্গে মুক্তি পায় মেঘনা গুলজ়ার পরিচালিত 'ছপাক'। ইতিমধ্যেই বেশ কিছু কংগ্রেস শাসিত রাজ্যে 'ছপাক'-কে করমুক্ত করা হয়েছে । তবে বক্স অফিসে ইতিমধ্যে ভালো চলছে 'তানাজি'। খুব তাড়াতাড়ি এই ছবি 100 কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে অনুমান ।

ABOUT THE AUTHOR

...view details