পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় অনুদান অর্জুনের - covid 19 relief fund

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অর্জুন লেখেন, "কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশবাসীর জন্য নিজেদের সাধ্যমতো আমাদের কিছু করা প্রয়োজন । আমি নিজের সাধ্যমতো পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করলাম ।"

ে্ি
েি্

By

Published : Apr 6, 2020, 2:33 PM IST

মুম্বই : দেশের প্রায় সর্বত্রই থাবা বসিয়েছে কোরোনা । আতঙ্ক গ্রাস করেছে দেশবাসীকে । এই পরিস্থিতির মোকাবিলায় তৈরি করা হয়েছে পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল । সেখানে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে । এবার ওই তহবিলগুলিতে অনুদান দিলেন অর্জুন কাপুর ।

আজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অর্জুন লেখেন, "কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশবাসীর জন্য নিজেদের সাধ্যমতো আমাদের কিছু করা প্রয়োজন । আমি নিজের সাধ্যমতো পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করলাম ।" তবে শুধুমাত্র ওই দুই তহবিলেই নয় । পাশাপাশি একাধিক সংগঠনকে সাহায্য করেন তিনি ।

অর্জুন আরও লেখেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা তখন লড়াই করতে পারব যখন সবাই ঐক্যবদ্ধ হব । সবাইকে অনুরোধ করব নিজের সাধ্য মতো আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন ।"

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বলিউড তারকাদের মধ্যে অক্ষয় কুমারই সবার প্রথমে ওই তহবিলে অনুদান দেন । 25 কোটি টাকা দান করেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, দিলজিৎ দোসাঞ্জ, সইফ-করিনা, কঙ্গনা রানাওয়াত, শাহরুখ খান, ভিকি কৌশল, গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও । এছাড়া মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন একাধিক তারকা ।

ABOUT THE AUTHOR

...view details