মুম্বই : হাতজোড় করে বসে রয়েছেন এক মহিলা । তাঁর মুখে স্পষ্ট অসহায়তার ছাপ । বসে রয়েছেন একটু সাহায্যের প্রত্যাশায় । তাঁর আঁকায় বর্তমানের রূঢ় বাস্তবকে এভাবেই ফুটিয়ে তুললেন অভয় দেওল ।
ঘরবন্দী জীবনে হাতে তুলে নিয়েছেন রং-পেনসিল । এঁকেই করছেন অবসর যাপন । এবার তাঁর পেনসিলে ফুটে উঠল লকডাউনে সমস্যায় পড়া দুস্থদের অবস্থা ।
ইনস্টাগ্রামে সেই ছবি শুধু পোস্ট করেননি, বর্তমান সংকটের সময়েও দেশে যে অনেক কিছুই ঠিক হচ্ছে না তা ফুটে উঠেছে তাঁর লেখায় ।
তিনি লেখেন, "আঁকার চেষ্টা করলাম । কোনও সাহায্য করতে না পারলেও এই মহামারীতে যাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাঁদের অবস্থা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম । আমি অন্য কোনও থিম বেছে নিতেই পারতাম, কিন্তু যেই দেশে মহামারীর মাঝেও সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়, যেখানে সংবাদমাধ্যম পক্ষপাতদুষ্ট ও বিভেদ তৈরির চেষ্টা করে, যেখানে মানুষকে বিভ্রান্ত করতে চারিদিকে ভুল তথ্য ঘোরাফেরা করছে, যেখানে মানবতার চেয়ে জাতীয়তাবাদকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে এই মহিলার ছবিই যথাযথ বলে আমার মনে হয় ।"
লকডাউনের জেরে শুটিং বন্ধ । সবাই গৃহবন্দী । এই সময় অনেকেই অনেককিছু করছেন । কেউ করছেন বাড়ির কাজ, কেউ ব্যস্ত তাঁদের সৃষ্টি নিয়ে আবার কেউ ঘরে বসেই সকলকে সচেতন করে চলেছেন । আর অভয় দেওলের সময় কাটছে ছবি এঁকে । এবার আঁকার মাধ্যমে বাস্তব পরিস্থিতিটা ফুটিয়ে তুললেন তিনি ।