মুম্বই : দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে এখন ছবির থেকে বেশি ভিডিয়ো শেয়ার করা হয় । কখনও অডিয়ো বুক, কখনও বন্ধুর সঙ্গে রান্নার লড়াই..সবকিছুর শুটিং করে এডিট করে পোস্ট করছে অভিনেত্রীর টিম । এবার সেই ভিডিয়োর তালিকায় নতুন সংযোজন ।
সুপারস্টার দীপিকার একটা গোটা দিন কীভাবে কাটে ? কখনও চলছে পোশাকের ফিটিং, কখনও বিজ্ঞাপনেপ শুটিং, তারই মাঝে কখনও খাওয়াদাওয়া । চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিন কাটে তাঁর । এমনই একটা গোটা দিন শুট করে এডিট করে শেয়ার করা হয়েছে দীপিকার ইনস্টাগ্রামে ।