পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মন্নত'-এর উলটো দিকের বাড়িতে আগুন, মৃত 1 - Mannat

আজ সকালে হঠাৎই আগুন ধরে যায় শাহরুখ খানের 'মন্নত'-এর উলটো দিকের বাড়িতে । এই দুর্ঘটনায় মৃত এক যুবতি । জখম আরও একজন ।

ংম

By

Published : Mar 19, 2020, 10:56 PM IST

মুম্বই : শাহরুখ খানের 'মন্নত'-এর উলটো দিকের বাড়িতে আগুন । দগ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবতির । গুরুতর জখম আরও একজন । বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের ঘটনা ।

সকাল সাড়ে 7টা । হঠাৎই আগুন লেগে যায় শাখরুখের বাড়ির উলটো দিকের সি স্প্রিং অ্যাপার্টমেন্টের ছয় তলায় । ঘটনাস্থানে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে । কিন্তু, বাড়ি থেকে বের হতে না পারায় মৃত্যু হয় ইভানা মোরিসি নামে এক যুবতির । ওই বাড়ি থেকে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে দমকলকর্মীরা । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সিফরা জাফরি নামে এক মহিলা । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ভাবা হাসপাতালে । তাঁর দেহের 90 শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে । আপাতত হাসপাতালে চিকিৎসাধিন তিনি । যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ।

গত কয়েক সপ্তাহ ধরে মুম্বইতে একাধিক আগুন লাগার ঘটনা সামনে এসেছে । বুধবার নবি মুম্বইয়ের আইরোলির একটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল ।

ABOUT THE AUTHOR

...view details