পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

Pfizer vaccine ফাইজার ভ্যাকসিন 5 বছরের কম বয়সি শিশুদের শরীরে 73 শতাংশ কার্যকর - BioNTech

6 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের কার্যকারিতা 73.2 শতাংশ (Pfizer vaccine) ৷ এমনই তথ্য উঠে এল গবেষণায় ।

Pfizer vaccine News
ফাইজার ভ্যাকসিন 5 বছরের কম বয়সী শিশুদের 73 শতাংশ কার্যকর

By

Published : Aug 25, 2022, 6:18 PM IST

লস অ্যাঞ্জেলস, 25 অগস্ট: ফাইজার ঘোষণা করেছে, ফাইজার-বায়োটেক কোভিড-19 ভ্যাকসিন (Pfizer vaccine) 6 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের সুরক্ষায় 73 শতাংশ কার্যকর ছিল যখন ওমিক্রন স্ট্রেন খুব বেশি প্রচলিত ছিল (kids under 5 years) ৷ ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 17 জুন এই বয়সের জন্য ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে । গবেষণায় অংশগ্রহণকারীরা ফাইজার-বায়োটেক ভ্যাকসিন বা প্লাসিবোর তিনটি 3-µg ডোজ পেয়েছে । কোভিড-19 সংক্রমণের আগে কোনও প্রমাণ ছাড়াই 6 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা ছিল 73.2 শতাংশ (Pfizer vaccine 73 percent effective) ৷

আরও পড়ুন: গবেষণায় প্রকাশ করা হয় কোভিড সংক্রামকতা কতক্ষণ স্থায়ী

বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও বলেন, "এই ফলাফলগুলি নিশ্চিত করে, আমাদের কোভিড -19 টিকার তিনটি 3-µg ডোজ অল্পবয়সী শিশুদের একটি উচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে । একটি অনুকূল সুরক্ষা প্রোফাইলের সঙ্গে ওমিক্রন BA.2 স্ট্রেন অত্যন্ত প্রচলিত ছিল ৷ আমরা একটি উন্নয়নও করছি ৷ ওমিক্রন BA.4/BA.5-অ্যাডাপ্টেড বাইভ্যালেন্ট ভ্যাকসিন এই বয়সি গোষ্ঠীতে সাবলাইনেজগুলিকে মোকাবিলা করার জন্য ৷"

ABOUT THE AUTHOR

...view details