পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

জিও-র নতুন অফার, বিনামূল্য়ে নেট ব্য়বহারের সুযোগ - jio

এবার থেকে অতিরিক্ত ডেটা ব্য়বহারের সুযোগ পাবেন জিও-র গ্রাহকরা৷ এমনই একটি অফারের ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে ৷

JioFiber
জিও

By

Published : Apr 7, 2021, 8:33 PM IST

জিও ফাইবার গ্রাহকদের জন্য় সুখবর ৷ এবার থেকে অতিরিক্ত ডেটা ব্য়বহারের সুযোগ পাবেন তাঁরা ৷ এমনই একটি অফারের ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে ৷

বিস্তারিত অফার

যদি আপনি ছ'মাস এবং এক বছরের জন্য় জিও ফাইবারের গ্রাহক হন তাহলেই আপনি নতুন অফার ভোগ করার সুবিধা পাবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, জিও ফাইবারের ছ মাসের সাবস্ক্রিপশন প্য়াক যাদের আছে তাঁরা 15 দিন অতিরিক্ত আনলিমিডেট ডেটা ব্য়বহার করতে পারবেন ৷ এবং যাঁরা এক বছরের প্য়াক সাবস্ক্রিপশন করেছেন তাঁদের 1 মাস অতিরিক্ত ডেটা ব্য়বহার করতে পারবেন ৷

আরও পড়ুন-নতুন ফিচার হোয়াটসঅ্য়াপে, চেঞ্জ করতে পারবেন চ্য়াটবক্স কালার

যদি কেউ নতুন কানেকশন নেন তাহলেও এই সুবিধা দেবে রিলায়েন্স জিও ৷ নতুন প্ল্য়ানের দাম ধার্য করা হয়েছে এক বছরের জন্য় 4788 টাকা ৷ এর পাশাপাশি যে জিও ফাইবারের যেসব গ্রাহক 399, 699,999,1499,2499 এবং 8499 টাকার প্ল্য়ান ব্য়বহার করেন তাঁরাও বেশি ডেটা ব্য়বহার করা সুযোগ পাবেন ৷ সংস্থার তরফে এমনই বলা হয়েছে ৷

8499 টাকার প্ল্য়ানটি জিওর সবথেকে প্রিমিয়াম প্ল্য়ান ৷ সংস্থার তরফে বলা হয়েছে ওই প্ল্য়ানে আপলোড ও ডাউনলোড স্পিড 1 জিবিপিএস পর্যন্ত হতে পারে৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details