পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

iPhone 13 : ভারতে আইফোন 13 প্রকাশ্যে আনার দিনক্ষণ জানাল অ্যাপেল - iPhone 13

মঙ্গলবার সন্ধ্যায় এই ফোন প্রকাশ্যে আনেন অ্যাপেলের সিইও টিম কুক ৷ এই ফোন 5জি-তে চলবে ৷

apple to bring iPhone 13 in India on september 24
iPhone 13 : ভারতে আইফোন 13 প্রকাশ্যে আনার দিনক্ষণ জানাল অ্যাপল

By

Published : Sep 15, 2021, 6:14 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : অপেক্ষার অবসান ৷ অবশেষে ভারতের বাজারে আসতে চলেছে আইফোন-13 মিনি ও আইফোন-13 প্রো ম্যাক্স ৷ অ্যাপেলের তরফে জানানো হয়েছে যে 24 সেপ্টেম্বর এই ফোন প্রকাশ্যে আনা হচ্ছে ৷ দাম 69 হাজার 900 টাকা ৷ এই দু’টি ফোনই 5জি-তে চলবে ৷

আরও পড়ুন :আর সিম কার্ড নয়, এবার থেকে ফোনেই থাকবে ই-সিম প্রযুক্তি

মঙ্গলবার সন্ধ্যায় এই ফোন প্রকাশ্যে আনেন অ্যাপেলের সিইও টিম কুক ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমরা আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করেছি, যাতে গ্রাহকরা সেরা আইফোন হাতে পান ৷ এই পারফরম্যান্স, ক্যামেরা উচ্চমানের ৷ টেকসইও হবে ৷ এর ডিসপ্লে অনেক বড় ৷ আর ডিজাইনও অসাধারণ ৷’’

ভারতের জন্য তৈরি করা অ্যাপেলের ওয়েবসাইট হিসেব দিচ্ছে যে আইফোন-13 মিনির দাম 69 হাজার 900 টাকা থেকে 99 হাজার 900 টাকা ৷ আইফোন 13-এর দাম 79 হাজার 900 টাকা থেকে 1 লক্ষ 9 হাজার 900 টাকা ৷ আইফোন-13 প্রো পাওয়া যাবে 1 লক্ষ 19 হাজার 900 টাকা থেকে 1 লক্ষ 69 হাজার 900 টাকায় ৷ আর আইফোন 13 প্রো ম্যাক্স-এর দাম 1 লক্ষ 29 হাজার 900 টাকা থেকে 1 লক্ষ 79 হাজার 900 টাকা ৷

আরও পড়ুন :"আপনার মেসেজ সুরক্ষিত", দাবি হোয়াটসঅ্যাপের

শিল্প বিশেষজ্ঞদের মতে, ভারত হল বিশ্বে স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার ৷ তাই আইফোন এসই 2020 থেকে আইফোন 13 প্রো ম্যাক্সের মাধ্যমে এই বাজার ধরতে মরিয়া অ্যাপেল ৷ সেই কারণেই সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান-সহ একাধিক দেশের সঙ্গে একই দিনে ভারতের বাজারে আসছে অ্যাপেলের এই ফোন ৷

কাউন্টারপার্ট রিসার্চ ডিরেক্টরের তরুণ পাঠক জানিয়েছেন, প্রথমে আইফোন-12 এর চাহিদা বাজারে বাড়বে ৷ কিন্তু আইফোন-11 এর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ৷ আইফোনের বিক্রির 60 শতাংশই হয়েছে আইফোন-11 ৷ 2021 এর শেষ কোয়ার্টারে বাজারের 2.4 অংশ ধরে নেবে ৷ বছর শেষে বিক্রির পরিমাণ বেড়ে হবে 4 মিলিয়নের বেশি ৷

আরও পড়ুন :দেশে নিষিদ্ধ আরও 43টি মোবাইল অ্য়াপ

ABOUT THE AUTHOR

...view details