নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : অপেক্ষার অবসান ৷ অবশেষে ভারতের বাজারে আসতে চলেছে আইফোন-13 মিনি ও আইফোন-13 প্রো ম্যাক্স ৷ অ্যাপেলের তরফে জানানো হয়েছে যে 24 সেপ্টেম্বর এই ফোন প্রকাশ্যে আনা হচ্ছে ৷ দাম 69 হাজার 900 টাকা ৷ এই দু’টি ফোনই 5জি-তে চলবে ৷
আরও পড়ুন :আর সিম কার্ড নয়, এবার থেকে ফোনেই থাকবে ই-সিম প্রযুক্তি
মঙ্গলবার সন্ধ্যায় এই ফোন প্রকাশ্যে আনেন অ্যাপেলের সিইও টিম কুক ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমরা আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করেছি, যাতে গ্রাহকরা সেরা আইফোন হাতে পান ৷ এই পারফরম্যান্স, ক্যামেরা উচ্চমানের ৷ টেকসইও হবে ৷ এর ডিসপ্লে অনেক বড় ৷ আর ডিজাইনও অসাধারণ ৷’’
ভারতের জন্য তৈরি করা অ্যাপেলের ওয়েবসাইট হিসেব দিচ্ছে যে আইফোন-13 মিনির দাম 69 হাজার 900 টাকা থেকে 99 হাজার 900 টাকা ৷ আইফোন 13-এর দাম 79 হাজার 900 টাকা থেকে 1 লক্ষ 9 হাজার 900 টাকা ৷ আইফোন-13 প্রো পাওয়া যাবে 1 লক্ষ 19 হাজার 900 টাকা থেকে 1 লক্ষ 69 হাজার 900 টাকায় ৷ আর আইফোন 13 প্রো ম্যাক্স-এর দাম 1 লক্ষ 29 হাজার 900 টাকা থেকে 1 লক্ষ 79 হাজার 900 টাকা ৷