সংযুক্ত হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের ম্যাসেজিং ফিচার। অর্থাৎ একটি প্ল্যাটফর্ম থেকে তিনটি অ্যাপ ব্যবহার করা যাবে। সম্প্রতি অ্যামেরিকার একটি সংবাদমাধ্যমে একথা জানান ফেসবুক CEO মার্ক জ়ুকেরবার্গ।
সংযুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম - instagram
সংযুক্ত হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের ম্যাসেজিং ফিচার। অর্থাৎ একটি প্ল্যাটফর্ম থেকে তিনটি অ্যাপ ব্যবহার করা যাবে। তিনটি অ্যাপ একটি প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা গেলেও আলাদা আলাদাভাবেও পাঠানো যাবে।
তিনি জানান, তিনটি অ্যাপ একটি প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা গেলেও আলাদা আলাদাভাবেও পাঠানো যাবে। তবে তিনটি অ্যাপ সংযুক্ত হলে তাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার থাকবে। ফলে চ্যাট থাকবে নিরাপদ।
সংস্থার মুখপাত্র বলেন, "এই সংযুক্তিকরণ নিয়ে এখনও প্রচুর আলোচনার প্রয়োজন। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া।" এই সংযুক্তির ফলে কোনও ফেসবুক ব্যবহারকারী এনক্রিপটেড মেসেজ পাঠাতে পারবেন সেই ব্যবহারকারীদের যার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে।
তবে এই ঘোষণার পরই গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন গ্রাহকরা এক প্ল্যাটফর্মে সব মেসেজিং পরিষেবা পেলে তাদের পছন্দ অপছন্দ নিয়ে বিজ্ঞাপন দিতে পারবে ফেসবুক।