গ্রিন স্ক্রিন ফিচার আনতে চলেছে ফেসবুক ৷ মূলত ফেসবুক স্টোরিজের ক্ষেত্রে ওই ফিচারটি ব্য়বহার করতে পারবন ইউজাররা ৷ পুরো বিষয়টি এখন টেস্টিং পর্যায়ে রয়েছে ৷
ফিচারটি সম্পর্কে বিস্তারিত তথ্য়-
এই ফিচারটির ফলে মূলত যারা স্টোরিজ আপলোড করেন তাঁরা লাভবান হবেন ৷ গ্রিন স্ক্রিন ফিচারের ফলে স্টোরিজ আরও সুন্দর ও আকর্ষনীয় দেখাবে ৷ ফেসবুকের তরফে জানানো হয়েছে, এই ফিচারের ফলে কোনও ইউজার তাঁর আপলোড করা স্টোরিতে ব্য়াকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ৷ ইতিমধ্য়ে ইনস্টাগ্রামে স্টোরিজে ওই ফিচার অ্য়াড করা হয়েছে ৷
আরও পড়ুন- বয়স 45 হলেই ভ্যাকসিন, সদর্থক পদক্ষেপ বলছেন চিকিৎসকরা
সোশাল মিডিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ফিচারটি মূলত একটি এডিটিং টুল হিসেবে ব্য়বহার করা যাবে ৷ কোনও ফিল্টার বা এফেক্ট নয় ৷ ওই ফিচারটি ব্য়বহার করতে হলে ইউজারকে প্রথমে একটি ব্য়াকগ্রাউন্ড আপলোড করতে হবে ৷ এবং তারপর সেই ব্য়াকগ্রাউন্ডের উপর স্টোরি আপলোড করতে পারবেন ইউজাররা ৷
ইতিমধ্য়ে ইনস্টাগ্রামে ওই ফিচার অ্য়াড করা হয়েছে ৷ এখন ফেসবুক ব্য়বহারকারীরাও গ্রিন স্ক্রিন ফিচার ব্য়বহার করতে পারবেন ৷ যদিও এখনও স্পষ্টভাবে জানা যায়নি কবে নাগাদ ওই ফিচারটি সকলের জন্য় আনা হবে ৷