পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

ফোন পে-তে রিওয়ার্ড ! নোটিফিকেশনে ক্লিক করতেই উধাও 9 হাজার - নোটিফিকেশনে ক্লিক করতেই উধাও 9 হাজার

গতকাল একটি ফোনকল আসে অলোকের। তাঁকে বলা হয়, "ফোন পে-তে আপনি 4500 টাকা জিতেছেন । আমরা একটা নোটিফিকেশন পাঠাচ্ছি । সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা নিন ।" কিন্তু, তাতে ক্লিক করতেই রিওয়ার্ড পাওয়া তো দূর, উলটে নয় হাজার টাকা খোয়া গেল তাঁর ।॥

jalpaiguri
নিজস্ব ছবি

By

Published : Aug 7, 2020, 6:52 PM IST

জলপাইগুড়ি, 7 অগাস্ট : ফোন পে-এ রিওয়ার্ড পেয়েছেন, নোটিফিকেশন এসেছিল এমনই । কিন্তু তাতে ক্লিক করতেই রিওয়ার্ড পাওয়া তো দূর উলটে নয় হাজার টাকা খোয়া গেল যুবকের । জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন অলোক রায় ।

ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার বাসিন্দা অলোক রায় । গতকাল তাঁর কাছে একটি ফোন আসে । তাঁকে বলা হয়, "ফোন পে-তে আপনি 4500টাকা জিতেছেন । আমরা একটা নোটিফিকেশন পাঠাচ্ছি । সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা নিন ।"

এরপরই যুবকের ফোনে নোটিফিকেশন আসে । নোটিফিকেশনে ক্লিক করে ওই যুবক । প্রথমবার 4500 টাকা ও দ্বিতীয় বার ফের 4500 টাকা কেটে নেওয়া হয় । ফোন পে-তে রিওয়ার্ডের টাকা পাওয়ার বদলে টাকা কেটে নেওয়া হয় তাঁর । হতবাক হয়ে যান অলোক । এরপরই ওই ফোন নম্বরে ঘুরিয়ে ফোন করেন তিনি । ফোনের ওপাশ থেকে জানানো হয়, "চাপ নেবেন না । আপনার কম টাকাই নেওয়া হয়েছে । অনেকের কাছ থেকে লক্ষাধিক টাকাও আমরা উড়িয়েছি ।"

অলোক জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তিনি বলেন, এত সচেতন থাকার পরেও কীভাবে এমন হল বুঝতেই পারিনি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

যদিও ফোন-পে থেকে সাধারণত রিওয়ার্ডে কোনও ক্যাশ ব্যাক হয় না । বিভিন্ন কুপন দেওয়া হয় । কোনও ভুয়ো ফোনে না বিশ্বাস করার জন্য বারবার এই ধরনের সংস্থা থেকে সতর্ক করা হয় । ফোন পে-র রিওয়ার্ডের কথা ফোন কলে জানানো হয় না সাধারণত ।

ABOUT THE AUTHOR

...view details