পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

World Water Day 2023: জনসংখ্যার 26 শতাংশ পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত, দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে

আজ বিশ্ব জল দিবস ৷ তার আগে মঙ্গলবার দুনিয়াজড়ে জলের পরিস্থিতি ও হিসেব-নিকেশ সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘ ৷ সেখানে বিশ্বজুড়ে জলের সংকটে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত দেশগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে ৷ প্রতি বছর জলের ব্যবহার বাড়ছে 1 শতাংশ, জানানো হয়েছে রিপোর্টে (UN Report over Global Water usage) ৷

World Water Day
বিশ্ব জলদিবস

By

Published : Mar 22, 2023, 11:56 AM IST

নিউ ইয়র্ক, 22 মার্চ: বিশ্বের জনসংখ্যার 26 শতাংশ মানুষ আজও পরিস্রুত পানীয় জল পায় না ৷ আর দুনিয়ার 46 শতাংশ মানুষ প্রাথমিক নিকাশি ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত ৷ আজ বিশ্ব জলদিবস ৷ তার আগে মঙ্গলবার রাষ্ট্রসংঘের প্রকাশিত একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ৷ বিগত 45 বছরে এই প্রথম একটি বড়সড় সম্মেলনের আয়োজন করেছে রাষ্ট্রসংঘ ৷ বিশ্ব জলদিবসের আগে গতকাল ইউএন ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট 2023 প্রকাশিত হয়েছে (UN Water Development Report 2023 on the eve of World Water Day) ৷

এই রিপোর্ট অনুযায়ী, গত 40 বছরে প্রতি বছর 1 শতাংশ করে জলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৷ জনসংখ্যা বৃদ্ধি, সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ফলে মানুষের জলের ব্যবহারের ধরনে বদল ঘটেছে ৷ আর এই বিষয়গুলির সঙ্গে তাল মিলিয়ে 2050 সাল পর্যন্ত এভাবেই জলের ব্যবহার বাড়তে থাকবে ৷ রিপোর্টটির প্রধান সম্পাদক রিচার্ড করনর জানিয়েছেন, উন্নত দেশগুলিতে, যেখানে নতুন অর্থনৈতিক ব্যবস্থা উঠে আসছে, সেখানে শিল্পোন্নয়ন হচ্ছে ব্যাপক হারে ৷ এর সঙ্গে দেশগুলির বিভিন্ন শহরে জনসংখ্যা বৃদ্ধির হারও ঊর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতি এইসব দেশগুলিতেই কিন্তু জলের চাহিদাও বেড়ে চলেছে ৷ তিনি জোর দিয়ে বলেন, "এখানকার শহরাঞ্চলে জলের চাহিদা রয়েছে ৷"

কৃষিক্ষেত্রে জলের ব্যবহার প্রসঙ্গে করনর জানান, বিশ্বে 70 শতাংশ জল চাষের কাজে লাগে ৷ ফসলের সেচ ব্যবস্থাকে আরও ভালো করতে হবে ৷ বেশ কিছু দেশে ড্রিপ সেচের বন্দোবস্ত হয়েছে । এটি জল বাঁচায় ৷ এতে শহরাঞ্চলে জল পাওয়া যায় ৷ মধ্য আফ্রিকা, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এখন পর্যাপ্ত জল রয়েছে ৷ কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জায়াগুলিতে জলের অভাব বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন রিচার্ড ৷ আর এর জন্য দায়ী জলবায়ু পরিবর্তন ৷ মধ্যপ্রাচ্য, আফ্রিকার সাহারার মতো অঞলগুলিতে বর্তমানে জলের যথেষ্ট অভাব রয়েছে ৷ সেখানে এই অভাব আরও খারাপ পরিস্থিতি তৈরি করবে ৷ ইউনেসকোর একটি রিপোর্ট জানাচ্ছে, গড়ে বিশ্বের জনসংখ্যার 10 শতাংশ এমন দেশগুলিতে বাস করে, যেখানে ভীষণ রকম জল সংকট রয়েছে ৷

আরও পড়ুন: 1 বছর ধরে জলমগ্ন স্কুল, শৌচকর্মে বাড়িই ভরসা শিক্ষক-পড়ুয়াদের

ABOUT THE AUTHOR

...view details