পশ্চিমবঙ্গ

west bengal

Biden Thanks Modi: মোদিকে ধন্যবাদ বাইডেনের, জানালেন 'সন্তোষজনক আলোচনা'র কথা

By PTI

Published : Sep 10, 2023, 11:01 PM IST

জি20 সম্মেলন শেষে রবিবারই দিল্লি থেকে ভিয়েতনাম পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ জি20 সম্মেলনের আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি ও জো বাইডেন

হ্যানয়, 10 সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর 'সন্তোষজনক আলোচনা' হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ জি20 সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন বাইডেন ৷ রবিবার সম্মেলন শেষে তিনি নয়াদিল্লি থেকে ভিয়েতনামে যান ৷ এদিন হ্যানয়ে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন ৷ জি20 সম্মেলনের সফল আয়োজনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ৷

শুক্রবার রাতে দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান মার্কিন প্রেসিডেন্ট ৷ সেখানে দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ হোয়াইট হাউস সূত্রে আগেই জানানো হয়েছিল, দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ও ৷ আমেরিকার থেকে 31টি অত্যাধুনিক ড্রোন কেনা ও যৌথ উদ্যোগে জেট ইঞ্জিন তৈরির বিষয়ে কথা হয়েছে দুই দেশের মধ্যে ৷

হ্যানয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন এদিন বলেন, "জি20 সম্মেলন আয়োজন ও আতিথেয়তার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই ৷ গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় হোয়াইট হাউসে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছিল তার উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করারার লক্ষ্যে আমাদের মধ্যে এবার সন্তোষজনক আলোচনা হয়েছে ৷" তিনি আরও জানান, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় তিনি মানবাধিকার, নাগরিক সমাজের মতামতের গুরুত্ব ও সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো বিষয়গুলি তুলে ধরেছেন ৷ উল্লেখ্য, শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, সেখানেও স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, সমতা বিধান, বহুত্ববাদের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছিল ৷ জি20 বৈঠকে বিশ্বের নানা সমস্যা, সার্বিক বৃদ্ধি ও স্থিশীল উন্নয়নের লক্ষে গুরুত্বপূর্ণ সফল আলোচনা হয়েছে বলে বাইডেন জানিয়েছেন ৷

আরও পড়ুন: রাশিয়ার আগ্রাসনের সময় বিশ্বকে শান্তি ও ঐক্যের বার্তা পাঠাল ভারত, জি20 শেষে বললেন ম্যাক্রোঁ

রবিবার জি20 সম্মেলনের ফাঁকেই অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধার্ঘ্য জানাতে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে তুলে ধরে এদিন গান্ধির অহিংস, সম্মান ও সত্যের বার্তা তুলে ধরেন বাইডেন ৷ (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details