লাস ভেগাস, 7 ডিসেম্বর:আবারও মার্কিন মুলুকে বন্দুরবাজের হামলা ৷ এবার ঘটনাস্থল লাস ভেগাসের নেবাদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ৷ আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে 3 জনের ৷ মৃত্যু হয়েছে হামলাকারীরও ৷ একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ বুধবার লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ এক্স হ্যান্ডলে এই খবর জানিয়েছেন ৷
বন্দুকবাজের হামলার খবর পেয়েই স্থানীয় সময়ে সকাল 11.45 নিমিট নাগাদ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে স্থানীয় পুলিশ উপস্থিত হয় ৷ বিশ্ব বিদ্যালয়ে হামলাকারী প্রবেশ করতেই শিক্ষক ও ছাত্ররা নিরাপদ স্থানে সরে যান ৷ প্রায় 40 মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যলয়ের কর্তৃপক্ষ সকলকে নিরাপদে বের করেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ ৷ সেখানেই এক ব্যক্তির দেহ খুঁজে পেয়েছেন ৷ যেটি আততায়ীর দেহ বলেই মনে করছেন স্থানীয় পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার এখনও পর্যন্ত সন্দেহ ভাজন সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ ৷ জানা যাচ্ছে, হামলার সময় প্রফেসর কেভানি মার্টিন ও তাঁর তিন ছাত্র ক্লাসের মধ্যে একটি ডেস্কের নীচে লুকিয়েছিলেন ৷