পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

এবার মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা! একাধিক মৃত্যু - বন্দুকবাজের হামলা

Shooting on University of Nevada Campus: লাস ভেগাসের নেভাদা ইউনিভার্সিটিতে বন্দুকবাজের হামলায় নিহত 3 ৷ গুরুতর আহত 1। মৃতেদের মধ্যে আছে হামলাকারী, অনুমান পুলিশের ৷

shooting on University of Nevada campus
ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা

By ANI

Published : Dec 7, 2023, 8:10 AM IST

Updated : Dec 7, 2023, 9:25 AM IST

লাস ভেগাস, 7 ডিসেম্বর:আবারও মার্কিন মুলুকে বন্দুরবাজের হামলা ৷ এবার ঘটনাস্থল লাস ভেগাসের নেবাদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ৷ আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে 3 জনের ৷ মৃত্যু হয়েছে হামলাকারীরও ৷ একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ বুধবার লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ এক্স হ্যান্ডলে এই খবর জানিয়েছেন ৷

বন্দুকবাজের হামলার খবর পেয়েই স্থানীয় সময়ে সকাল 11.45 নিমিট নাগাদ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে স্থানীয় পুলিশ উপস্থিত হয় ৷ বিশ্ব বিদ্যালয়ে হামলাকারী প্রবেশ করতেই শিক্ষক ও ছাত্ররা নিরাপদ স্থানে সরে যান ৷ প্রায় 40 মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যলয়ের কর্তৃপক্ষ সকলকে নিরাপদে বের করেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ ৷ সেখানেই এক ব্যক্তির দেহ খুঁজে পেয়েছেন ৷ যেটি আততায়ীর দেহ বলেই মনে করছেন স্থানীয় পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার এখনও পর্যন্ত সন্দেহ ভাজন সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ ৷ জানা যাচ্ছে, হামলার সময় প্রফেসর কেভানি মার্টিন ও তাঁর তিন ছাত্র ক্লাসের মধ্যে একটি ডেস্কের নীচে লুকিয়েছিলেন ৷

লাস ভেগাসের কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বর খালি করে দিয়েছে ৷ ছাত্রদের ক্যাম্পাস ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ স্থানীয় লি বিজনেস স্কুল এলাকার সংলগ্ন বিল্ডিং থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া হয়েছে ৷ বুধবার স্থানীয় সময় সকাল 11.54 মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে বন্দুকবাজের হামলার কথাটি উল্লেখ করা হয়েছে ৷ একটি জরুরি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ৷ এই হামলা 2017 সালের একটি স্মৃতি উসকে দিয়েছে ৷ সেই সময়ে একটি মিউজিক কনসার্টে বন্দুকবাজের গুলিতে 60জনের মৃ্ত্যু হয়েছিল ৷ এটাই নয়, কয়েকদিন আগে ডলাসে বন্দুকবাজের হামলা চলে ৷ ঘটনায় মৃত্যু হয়েছিল 1 শিশু ও 3 ব্যক্তির ৷ সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই আবারও বন্দুকবাজের হামলা আমেরিকায় ৷

আরও পডু়ন:

  1. ফের বাইডেনের দেশে বন্দুকবাজের হামলা, নিহত 1 শিশু-সহ চার
  2. জেগে উঠেছে মারাপি আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়ায় উদ্ধার 11টি দেহ; নিখোঁজ বহু পর্বতারোহী
  3. আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত! ভয়ংকর সুন্দর দৃশ্যে শিহরিত বিশ্ববাসী
Last Updated : Dec 7, 2023, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details