পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Twitter- BBC Clash: বিবিসি সরকারি সাহায্য প্রাপ্ত মিডিয়া সংস্থা, দাবি টুইটারের; তুঙ্গে তরজা - টুইটারের দেওয়া লেবেলটিতে প্রবল আপত্তি

এবার বিবিসিকে সরকারি অর্থ সাহায্য প্রাপ্ত মিডিয়া সংস্থার তকমা দেওয়া হল টুইটারের তরফে। বিবিসি অবশ্য টুইটারের দেওয়া তকমা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে ৷ পালটা দাবি, তারা স্বতন্ত্র সংবাদ সংস্থা ৷

Etv Bharat
বিবিসি সরকারি সাহায্য প্রাপ্ত মিডিয়া সংস্থা, দাবি টুইটারের

By

Published : Apr 10, 2023, 12:40 PM IST

হায়দরাবাদ, 10 এপ্রিল:ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-র সঙ্গে সরাসরি সংঘাতে জড়াল টুইটার ৷ এবার বিবিসিকে "সরকারি আর্থিক সাহায্য প্রাপ্ত মিডিয়া সংস্থা" বলে চিহ্নিত করতে চাইল তারা ৷ যার জেরেই টুইটারের সঙ্গে রীতিমতো বিরোধ বেঁধেছে বিবিসির ৷ বিবিসি'র টুইটার অ্যাকাউন্টে প্রায় 2.2 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন ৷ সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে বিশেষ বিশেষ লেবেল প্রয়োগ করার রীতি শুরু করেছে টুইটার ৷ সেই মোতাবেক এবার বিবিসিকে সরকারি মিডিয়া সংস্থার তকমা দেওয়া হয়েছে।

বিবিসি অবশ্য টুইটারের লেবেলটি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে ৷ বিবিসির দাবি, তারা এটি একটি স্বাধীন এবং স্বশাসিত সংবাদ সংস্থা ৷ তাদের সঙ্গে সরকারের নাম যুক্ত করা উচিত নয়। সংস্থার আরও দাবি, ব্রিটিশ জনসাধারণের অর্থেই তাদের সংস্থা চলছে ৷ বর্তমানে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ৷ এক বিবৃতিতে প্রিমিয়ার ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম জানিয়েছে, "বিবিসি স্বাধীন, স্বতন্ত্র সংবাদ সংস্থা ৷ আমরা ব্রিটিশ জনগণের মাধ্যমে লাইসেন্স ফির অর্থ দিয়ে থাকি।"

কী এই বিশেষ তকমা ? টুইটারের তরফে জানানো হয়েছে, নতুন নীতি অনুযায়ী সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত সংস্থার টুইটার হ্যান্ডেলে হলুদ রঙের টিক মার্ক থাকবে ৷ অন্যদিকে, বাকি সব ক্ষেত্রেই নীল রঙের টিক মার্ক থাকবে ৷ সেই অনুযায়ী বিবিসির হ্য়ান্ডেলে হলুদ রঙের টিক মার্ক দেওয়া হয়েছে ৷ আর এই বিষয়টিকে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের 3টি নির্বাচনে হার রাশিয়ার, পদচ্যুত পুতিনের দেশ

অন্য়দিকে, এর পালটা জবাব দিয়েছে টুইটারও ৷ তাদের নতুন লেবেলের ব্যাখ্যা দিয়ে টুইটার জানিয়েছে, সরকারের আর্থিক সহায়তাপ্রাপ্ত বা সরকারি প্রতিষ্ঠান হিসাবে কাজ করে এমন অ্যাকাউন্টগুলিতে এই পৃথক লেবেল প্রয়োগ করা হচ্ছে। তাদের দাবি, সরকারি মিডিয়া সংস্থাগুলিতে রাষ্ট্র আর্থিক সংস্থান প্রদানের পাশাপাশি তাদের সম্পাদকীয় বিষয়বস্তুর উপরও প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক চাপ এবং নিয়ন্ত্রণও করে ৷ যদিও বিবিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করতে টুইটার কর্মকর্তাদের সঙ্গে তারা আলোচনায় বসবে।

পাশাপাশি টুইটারকে তাদের অ্যাকাউন্ট থেকে "সরকারি আর্থিক সাহায্য প্রাপ্ত মিডিয়া"-র তকমাটি সরানোরও অনুরোধ করেছে ৷ এক্ষেত্রে বিবিসি আরও একবার দাবি করেছে, তারা একটি স্বাধীন সংবাদ সংস্থা। প্রসঙ্গত, টুইটার সম্প্রতি মার্কিন পাবলিক ব্রডকাস্টার (এনপিআর)-এর টুইটার হ্যান্ডেলের মতো বিবিসির অ্যাকাউন্টেও একই রকম লেবেল প্রয়োগ করেছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details