হায়দরাবাদ, 10 এপ্রিল:ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-র সঙ্গে সরাসরি সংঘাতে জড়াল টুইটার ৷ এবার বিবিসিকে "সরকারি আর্থিক সাহায্য প্রাপ্ত মিডিয়া সংস্থা" বলে চিহ্নিত করতে চাইল তারা ৷ যার জেরেই টুইটারের সঙ্গে রীতিমতো বিরোধ বেঁধেছে বিবিসির ৷ বিবিসি'র টুইটার অ্যাকাউন্টে প্রায় 2.2 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন ৷ সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে বিশেষ বিশেষ লেবেল প্রয়োগ করার রীতি শুরু করেছে টুইটার ৷ সেই মোতাবেক এবার বিবিসিকে সরকারি মিডিয়া সংস্থার তকমা দেওয়া হয়েছে।
বিবিসি অবশ্য টুইটারের লেবেলটি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে ৷ বিবিসির দাবি, তারা এটি একটি স্বাধীন এবং স্বশাসিত সংবাদ সংস্থা ৷ তাদের সঙ্গে সরকারের নাম যুক্ত করা উচিত নয়। সংস্থার আরও দাবি, ব্রিটিশ জনসাধারণের অর্থেই তাদের সংস্থা চলছে ৷ বর্তমানে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ৷ এক বিবৃতিতে প্রিমিয়ার ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম জানিয়েছে, "বিবিসি স্বাধীন, স্বতন্ত্র সংবাদ সংস্থা ৷ আমরা ব্রিটিশ জনগণের মাধ্যমে লাইসেন্স ফির অর্থ দিয়ে থাকি।"
কী এই বিশেষ তকমা ? টুইটারের তরফে জানানো হয়েছে, নতুন নীতি অনুযায়ী সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত সংস্থার টুইটার হ্যান্ডেলে হলুদ রঙের টিক মার্ক থাকবে ৷ অন্যদিকে, বাকি সব ক্ষেত্রেই নীল রঙের টিক মার্ক থাকবে ৷ সেই অনুযায়ী বিবিসির হ্য়ান্ডেলে হলুদ রঙের টিক মার্ক দেওয়া হয়েছে ৷ আর এই বিষয়টিকে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে।