পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bengaluru-Bangkok Flight Tyre Bursts : বেঙ্গালুরুতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই, বিমানের টায়ার ফাটলেও প্রাণরক্ষা 150 যাত্রীর

বিমানটিতে অন্ততপক্ষে 150 জন যাত্রী ছিলেন ৷ তার সঙ্গে থাই এয়ারওয়েজের কর্মীরাও ৷ বেঙ্গালুরর আন্তর্জাতিক বিমানবন্দরে নামার ঠিক আগেই দুর্ঘটনা ! কিন্তু মিরাকল একেই বলে (Thai Airways Flight Tyre bursts) !

Thai Airways Flight escapes accident
মিব়্যাকল থাই এয়ারওয়েজের বিমানের

By

Published : Apr 28, 2022, 2:15 PM IST

বেঙ্গালুরু, 28 এপ্রিল : কমপক্ষে 150 জনের প্রাণ বাঁচল ! সঙ্গে বিমানকর্মীদেরও ৷ একটুর জন্য রক্ষা পেল থাই এয়ারওয়েজ-এর বিমান ৷ মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Bengaluru's Kempegowda International Airport, KIAL) নামার ঠিক আগে এয়ারক্রাফ্টটির একটি টায়ার ফেটে যায় ৷ বুধবার বিকেল নাগাদ চাকা নিয়ে একটি টেকনিক্যাল দল পৌঁছয় ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিমানটি বেঙ্গালুরু থেকে ব্যাঙ্ককে উড়ে যাবে (Thai Airways flight miraculous escape as tyre burst before landing in Bengaluru) ৷

256 আসন বিশিষ্ট টিজি 325 বিমানটি বোয়িং 787-8 ড্রিমলাইনার এয়ারক্রাফ্ট ৷ মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ সেটি ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরুতে এসে নামে ৷ সূত্রে জানা গিয়েছে, টায়ার ফেটে গেলেও নিরাপদে টারমাকে অবতরণ করেছে এয়ারক্রাফ্টটি ৷ বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, মাঝ-আকাশেই টায়ার ফেটেছিল ৷ তা নজরে আসেনি বিমানচালকের ৷

আরও পড়ুন : Cargo Plane Splits In 2 After Crash: রানওয়েতে পিছলে দু‘টুকরো বিমান, প্রাণরক্ষা কর্মীদের

বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটা একটা মিরাকাল ৷ খুব জোর বেঁচে গিয়েছেন বিমানযাত্রী এবং কর্মীরা ৷ যাত্রীরা বিমান থেকে নামার পর বিমানটিকে ভাল করে খুঁটিয়ে দেখা হয় ৷ বুধবারই নাকি ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল থাই এয়ারওয়েজ-এর বিমানটির ৷ কিন্তু টায়ার ফাটায় তা বাতিল হয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details