বেঙ্গালুরু, 28 এপ্রিল : কমপক্ষে 150 জনের প্রাণ বাঁচল ! সঙ্গে বিমানকর্মীদেরও ৷ একটুর জন্য রক্ষা পেল থাই এয়ারওয়েজ-এর বিমান ৷ মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Bengaluru's Kempegowda International Airport, KIAL) নামার ঠিক আগে এয়ারক্রাফ্টটির একটি টায়ার ফেটে যায় ৷ বুধবার বিকেল নাগাদ চাকা নিয়ে একটি টেকনিক্যাল দল পৌঁছয় ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিমানটি বেঙ্গালুরু থেকে ব্যাঙ্ককে উড়ে যাবে (Thai Airways flight miraculous escape as tyre burst before landing in Bengaluru) ৷
256 আসন বিশিষ্ট টিজি 325 বিমানটি বোয়িং 787-8 ড্রিমলাইনার এয়ারক্রাফ্ট ৷ মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ সেটি ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরুতে এসে নামে ৷ সূত্রে জানা গিয়েছে, টায়ার ফেটে গেলেও নিরাপদে টারমাকে অবতরণ করেছে এয়ারক্রাফ্টটি ৷ বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, মাঝ-আকাশেই টায়ার ফেটেছিল ৷ তা নজরে আসেনি বিমানচালকের ৷